দলীয় প্রার্থীকে বিপদে ফেলতে সরকারী গাড়ি নিয়ে প্রচারনা - সীতাকুণ্ডে এস এম আল মামুন

দলীয় প্রার্থীকে বিপদে ফেলতে সরকারী গাড়ি নিয়ে প্রচারনা -  সীতাকুণ্ডে এস এম আল মামুন
দলীয় প্রার্থীকে বিপদে ফেলতে সরকারী গাড়ি নিয়ে প্রচারনা - সীতাকুণ্ডে এস এম আল মামুন

সীতাকুণ্ড প্রতিনিধি।। 

দল ও দলীয় প্রার্থীকে বিপদে ফেলতে সরকারি গাড়ি নিয়ে জেনে বুঝে প্রচারণা চালিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি।

তিনি নির্বাচন পরিচালনা কমিটি ও দলীয় নের্তৃবৃন্দ কারো সাথে যোগাযোগ না করে কেন সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তা আমার বোধগম্য নয়।

সোমবার রাতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সীতাকুণ্ডে নির্বাচনী আচরণবিধি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন আ’লীগ মনোনিত নৌকার প্রার্থী এস এম আল মামুন।

তিনি আরো বলেন, সংসদ সদস্য হিসাবে নির্বাচনের আগে আমি ১০ বছর উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনকালে একাধিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সে সময় সরকারী গাড়ি ব্যবহার করে কোন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহন করিনি। ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের সাথে আমার কোন সম্পৃক্ততা নাই।

তিনি বলেন ,আমার সাথে কোন ধরনের যোগাযোগ না করেই তিনি নির্বাচনী বিধি বহিভূত এ কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তাঁর এ ধরনের কর্মকান্ড একেবারেই উচিৎ হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.বদিউল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামসেদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ভবতোষ নাথ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. সোহেল, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদাকাত উল্যাহ মিয়াজী, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শিহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক প্রমুখ। 

খালেদ / পোস্টকার্ড ;