চট্টগ্রাম বন্দরের কোষাগারে জমা উদ্বৃত্ত তহবিল থেকে ৩,৪৬১ কোটি টাকা নিচ্ছে সরকার

চট্টগ্রাম বন্দরের কোষাগারে জমা উদ্বৃত্ত তহবিল থেকে ৩,৪৬১ কোটি টাকা নিচ্ছে সরকার
চট্টগ্রাম সমুদ্রবন্দর।

অর্থ ও বাণিজ্য ডেস্ক ।।

বন্দরের কোষাগারে জমা উদ্বৃত্ত তহবিল থেকে ৩,৪৬১ কোটি টাকা সরকার নিচ্ছে। এই টাকা সরকারী দুটি প্রতিষ্ঠানকে প্রদান করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের জন্য ৩ হাজার কোটি টাকা এবং বাকী ৪৬১ কোটি টাকা পায়রা বন্দরকে দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালকে ৩ হাজার কোটি এবং পায়রা বন্দরকে ৪৬১ কোটি টাকা প্রদান করবে। অর্থ মন্ত্রণালয়কে ৫০০ কোটি টাকা করে ধাপে ধাপে দেওয়া হবে টাকা। আমরা শীঘ্রই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে টাকা প্রদান করব।

চট্টগ্রাম বন্দর সুত্রে জানা যায়, গত জুলাই মাসে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সভায় বন্দরের তহবিল থেকে ৩ হাজার কোটি টাকা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এর সূত্র ধরে প্রথম ধাপে ৫০০ কোটি টাকা দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। এছাড়া পায়রা বন্দরে প্রস্তাবিত 'রাবনাবাদ চ্যানেলের (ইনার ও আউটার) রক্ষণাবেক্ষণ ড্রেজিং প্রকল্প' বাস্তবায়নে অনুদান হিসেবে ৪৬১ কোটি ৯০ লাখ টাকা চেয়ে চট্টগ্রাম বন্দরকে চিঠি দেয় নৌপরিবহন মন্ত্রণালয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক বলেন, সরকার গত বছর বন্দরের কোষাগারে থাকা প্রায় ১০ হাজার কোটি টাকা নিয়ে যাওয়ার কথা থাকলেও নেয়নি। পরবর্তীতে সেই টাকা বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ দেওয়া হয়।

প্রসঙ্গত, দেশের ৬১টি স্বায়ত্তশাসিত, সরকারি কর্তৃপক্ষ ও স্বশাসিত সংস্থার ব্যাংকে থাকা বিপুল পরিমাণ উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমার বিধান রেখে একটি বিল গত ৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদে পাস হয়।