চট্টগ্রাম নগরী জিআইএস’র আওতায় আসছে

চট্টগ্রাম নগরী জিআইএস’র আওতায় আসছে
চট্টগ্রাম নগরী জিআইএস’র আওতায় আসছে

পোস্টকার্ড প্রতিবেদক ।।

জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের (জিআইএস) আওতায় আনতে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের ডিজিটাল ম্যাপ প্রণয়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ইতোমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শীঘ্রই এ ব্যাপারে চসিক এবং আইডব্লিউএম এর মধ্যে চুক্তি হতে যাচ্ছে।
৪১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডকে আলাদা আলাদা এবং একটি কেন্দ্রীয়ভাবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের আওতায় আনা হবে। প্রকল্পটি বাস্তবায়নে চসিকের ব্যয় হবে ১২ কোটি টাকা। কাজ শেষ করতে সময় লাগবে আড়াই বছর।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত ৫ম পরিষদের ৫৩তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ তথ্য প্রকাশ করেন।
জিআইএস ডিজিটাল ম্যাপ প্রণয়নের গুরুত্বের কথা উল্লেখ করে মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে স্মার্ট সিটি করতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম প্রয়োজন। এর মাধ্যমে একটি শহরের সকল তথ্য-উপাত্ত আদান-প্রদান নগর পরিকল্পনার ক্ষেত্রে জিআইএস পদ্ধতি একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে। বিশেষ করে কর্পোরেশনের আয় বৃদ্ধিতে জিআইএস পদ্ধতি কার্যকর ভূমিকা পালন করবে।
মেয়র বলেন, নগরের কোনো জিআইএস ডিজিটাল ম্যাপ নাই। নগরে কি কি সম্পদ আছে, তা জানা সকলের উচিত। এমনকি সিটি কর্পোরেশনের স্বার্থ সংরক্ষণে এ ম্যাপ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জিআইএস ডিজিটাল ম্যাপ এর মাধ্যমে নগরবাসী হাতের মুঠোয় পুরো নগরকে দেখতে পারবেন।
মেয়র আরও বলেন, চসিক এর ৪১ জন কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নিয়ে ৫ম নির্বাচিত পরিষদ। নগর উন্নয়ন ও কাজের সুবিধার জন্য রয়েছে ২০টি স্ট্যান্ডিং কমিটি। এসব কমিটিতে কেউ না কেউ সভাপতির পদে আসিন। পদের প্রতি প্রতিদান দেয়া সকলের উচিত। তাই স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও সদস্যদেরকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভায় নগরীর কর্র্তনকৃত রাস্তার ফি আদায়ের রেট অব শিডিউল পুনর্বিন্যাস, ৪১টি ওয়ার্ড ও রাজস্ব সার্কেলসহ ফিংগার প্রিন্ট চালু, জেনারেটরের ভাড়া, জেনারেটর ও টিউব লাইট ফ্যাক্টরির মেশিনারি নিলাম, চসিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহসহ বিবিধ বিষয়ে সচেতনতা মূলক প্রচারণাসহ বিগত সভার কার্যবিবরণী আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
অনুষ্ঠিত সভায় অর্থ ও সংস্থাপন, শিক্ষা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ, আইন শৃংখলা, যোগাযোগ, নগর পরিকল্পনা ও উন্নয়ন, পরিবেশ উন্নয়ন সম্পর্কিত, দারিদ্র্য হ্রাসকরণ ও বস্তি উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, পানি ও বিদ্যুৎ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানগণ স্ব স্ব কমিটির কার্যবিবরণী উপস্থাপন করেন এবং আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয়।