চট্টগ্রামে করোনার আশীর্বাদে ১৪ বন্দীর মুক্তি 

চট্টগ্রামে করোনার আশীর্বাদে ১৪ বন্দীর মুক্তি 

নিজস্ব প্রতিবেদক ।।

প্রাণঘাতী করোনাভাইরাস সংকটে চাপ কমানোর অংশ হিসাবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছে ১৪ জন সাজাপ্রাপ্ত আসামি। এদের মধ্যে গত দুইদিনে ৭ জনকে মুক্তি দেয়া হয়েছে। বাকী সাতজনের কারাদণ্ড ছাড়াও আর্থিক দণ্ড থাকায় কয়দিন পর মুক্তি পাবে। কারণ সরকার শুধু কারাদণ্ড মওকুফ করেছে। অর্থদন্ড মওকুফ করেনি। এ সাতজনের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও রয়েছে। যাদের অর্থদণ্ড নেই তাদের ছেড়ে দেয়া হয়েছে। তবে তাদের স্বজনরা জরিমানার টাকা জমা দিলেই ছেড়ে দেয়া হবে। প্রায় ১৮শ’ বন্দির ধারণ ক্ষমতাসম্পন্ন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমান বন্দির সংখ্যা সাত হাজারেরও বেশী।

কারাগার সূত্রে জানা যায়, কারাগারে করোনা বিস্তার ঠেকাতে লঘু অপরাধে কারাগার থাকা সাজাপ্রাপ্ত আসামিদের সাজা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারাদেশ থেকে তালিকা পাওয়ার পর প্রথম পর্যায়ে দুই হাজার ৮শ’ ৮৪ জনকে ছেড়ে দেয়া সিদ্ধান্ত হয়েছে। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম কারাগার থেকে ১০৬ জনের তালিকা পাঠানো হয়েছিলো। এর মধ্যে প্রথম দফায় ৮ জন ও দ্বিতীয় দফায় ৬ জনকে মুক্তি দেয়ার আদেশ পেয়েছি।

শনিবার (২ মে) দু’জন ও আজ রবিবার (৩ মে) ৫জনকে মুক্তি দেয়া হয়েছে। বাকীদের সাজার পাশাপাশি অর্থদণ্ড থাকায় মুক্তি দেয়া সম্ভব হয়নি। তবে তাদের স্বজনরা অর্থদণ্ডের টাকা জমা করলেই মুক্তি দেয়া হবে।