কাল নগর আওয়ামী লীগের বর্ধিত সভা হচ্ছে না

কাল নগর আওয়ামী লীগের বর্ধিত সভা হচ্ছে না

পোস্টকার্ড ডেস্ক ।।

রবিবার (৮ মার্চ) অনুষ্ঠিতব্য নগর আওয়ামী লীগের বর্ধিত সভা স্থগিত করা হয়েছে।

রবিবার বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা ছিল।

তবে বর্ধিত সভা স্থগিত হলেও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচন নিয়ে নেতাদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইন্সটিটিউটে অনুষ্ঠিত চসিক নির্বাচনের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের নিয়ে সমঝোতা বৈঠক করেন নির্বাচনের প্রধান সমন্বয়কারী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বাংলানিউজ

সভায় প্রার্থীরা ঐকমত্যে না আসায় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে হতে যাওয়া বর্ধিত সভা থেকে পরবর্তী করণীয় সম্পর্কে জানানোর ঘোষণা দেয়া হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বরাত দিয়ে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, কাউন্সিলর প্রার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত দিয়েছে তা বহাল থাকবে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কেউ প্রার্থী হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।