উন্মুক্ত হচ্ছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম

উন্মুক্ত হচ্ছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম
উন্মুক্ত হচ্ছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম

পোস্টকার্ড ডেস্ক ।।

পৌরসভা নির্বাচনে উন্মুক্ত হচ্ছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম। সেক্ষেত্রে ক্ষমতাসীন দলটির বিভাগীয় দায়িত্ব থাকা সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সুপারিশ লাগবে। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  

এর আগে তৃণমূল আওয়ামী লীগের পাঠানো তিন সদস্যের  তালিকার বাহিরে কেউ মনোনয়ন ফরম ক্রয় করতে পারেনি।  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম আরও বলেন, মনোনয়ন উন্মুক্ত করা হয়েছে, বিষয়টি এমন নয়, মনোনয়নের জন্য আমাদের তৃণমূল যে তালিকা পাঠায়, তার বাহিরে যদি কেউ দলীয় মনোনয়ন নিতে আগ্রহী থাকে, তাহলে আওয়ামী লীগের বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকদের সুপারিশ থাকতে হবে, কিংবা দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা সিনিয়র নেতাদের সুপারিশ থাকতে হবে। তাহলে তৃণমূলের পাঠানো তালিকার বাহিরে থাকা আগ্রহী নেতারা মনোনয়ন ফরম নিতে পারবেন। 

তিনি বলেন, কেন্দ্রীয় ও সিনিয়র নেতাদের সুপারিশে মনোনয়ন ফরম ক্রয় করা নেতাদের বিষয়ে মনোনয়ন বোর্ড সভায় আলাদাভাবে উপস্থাপন করা হবে।