করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে জনগণের পাশে দাঁড়ান: বিএনপিকে তথ্যমন্ত্রী

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে জনগণের পাশে দাঁড়ান: বিএনপিকে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ।।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে ঘরে বসে রাজনীতি না করে জনগণের পাশে দাঁড়াতে বিএনপি নেতাদের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ সোমবার রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবন থেকে এক ভিডিও সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, এটি মহাদুর্যোগের সময়। এই সময়ে সবকিছু নিয়ে রাজনীতি করার সময় নয়।

তিনি বলেন, আমি বিএনপিসহ যেসব নেতা ঘরবন্দি রয়েছেন এবং বড় বড় কথা বলছেন, তাদের বলবো আসুন সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকি। একে অপরের বিরুদ্ধে যে রাজনীতি সেটা আপতত বন্ধ রাখি।

তথ্যমন্ত্রী বলেন, কিছু ঘটনা নিয়ে যেভাবে বক্তব্য রাখা হচ্ছে, এ নিয়ে কথা বলা হচ্ছে; বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে। বিএনপিকে অনুরোধ জানাবো নিজেদের চেহারাটা আয়নার দেখার জন্য। যারা ক্ষমতায় থাকাকালীন দেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো। তাদেরকে অনেকে বিশ্ব চোর বলে। সেই বিশ্বচোরের এ নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই।

তিনি বলেন, বিএনপি এ যুদ্ধপরাধের বিচার বন্ধ করার জন্য, খালেদা জিয়ার মামলা বন্ধ করার জন্য, তারেক রহমানের বিচার বন্ধ করার জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করে লবিষ্ট নিয়োগ করেছে। অথচ জনগণের পাশে এখন নেই। তাদের অনুরোধ জানাবো বিশ্ব লবিষ্ট নিয়োগ করে ডলার খরচ না করে সেই টাকা বরং জনগণের জন্য খরচ করেন।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ২৫ মার্চ ভাষণ দিয়ে জাতির উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন, আমরা সবাই যেন ঘরে থাকে। সেদিনই খালেদা জিয়া মুক্তি লাভ করে। সেদিন বিএনপি ঢাকা শহরে হাজার হাজার মানুষের জমায়েত করেছেন। ইতোমধ্যে সেই জমায়েত থেকে একজন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই সমাবেশ থেকে যে আরো কত মানুষ যে আক্রান্ত হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। যারা এই কাণ্ডজ্ঞানহীন কাজ করে তাদের এ নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই।