'এটা মনে হচ্ছে হত্যাকাণ্ড' - লঞ্চডুবি প্রসঙ্গে নৌপ্রতিমন্ত্রী

'এটা মনে হচ্ছে হত্যাকাণ্ড' - লঞ্চডুবি প্রসঙ্গে নৌপ্রতিমন্ত্রী

পোস্টকার্ড ডেস্ক ।।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনাটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, 'আমার মনে হয় সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে' । তিনি এটা একটা হত্যাকাণ্ড বলেও মনে করেন।

সোমবার সকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন শেষে এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'আজকের ঘটনাটি অন্যান্য ঘটনা থেকে একেবারেই আলাদা। আমি সিসিটিভি ফুটেজ দেখেছি এবং দেখার পরে আমার কাছে মনে হয়েছে ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। এটা মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড।'

এ সময় প্রতিমন্ত্রী জানান, তদন্তের পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দাফনের জন্য ১০ হাজার টাকা এবং প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে এক লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হবে।

প্রসঙ্গত, রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামের লঞ্চটি ডুবে যায়। সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।