ঈদ যাত্রা সহনীয় করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সংস্কার কাজ বন্ধ

ঈদ যাত্রা সহনীয় করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সংস্কার কাজ বন্ধ
ঈদ যাত্রা সহনীয় করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সংস্কার কাজ বন্ধ

পোস্টকার্ড ডেস্ক ।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের চলমান সংস্কার কাজ ঈদ যাত্রা সহনীয় করতে ১০ দিন বন্ধ থাকবে । আগামী ৩ জুলাই পর্যন্ত সড়কে সব ধরনের সংস্কার কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। এতে ঈদে মানুষের বাড়ি ফেরার ভোগান্তি কমবে বলে স্বস্থি প্রকাশ করছেন সংশ্লিষ্টরা ।

আজ শনিবার বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি পোস্টকার্ডকে  নিশ্চিত করে বলেন, মহাসড়কের সীতাকুণ্ড অংশে সওজের সংস্কার কাজ চলার কারণে একমুখী সড়কে যানবাহন চলাচল করত। যার ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হতো। এতে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে প্রায় প্রতিদিন সিটি গেইট থেকে ভাটিয়ারী পর্যন্ত ১৫ কিলোমিটারের অধিক যানজটের সৃষ্টির পাশাপাশি ভোগান্তিতে পড়ত যাত্রী ও চালকেরা ।

ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আর এ যানজট স্বাভাবিক করতে গিয়ে চরম বেকায়দায় পড়তেন তারা। তাই ঈদকে ঘিরে পশুবাহী ট্রাক চলাচল স্বাভাবিক এবং মানুষের বাড়ি ফেরা যানজট মুক্ত রাখতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তারা। যার প্রেক্ষিতে দশ দিনের জন্য সড়ক সংস্কার কাজ বন্ধের ঘোষণা দেয় সওজ।

তিনি আরও বলেন, মহাসড়কে পশুবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। অপ্রীতিকর ঘটনা রোধ ও যানজট নিরসনে মহাসড়কে দুটি টহল টিমের পাশাপাশি আরও একটি টহল টিম জোরদার করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে স্বেচ্ছাসেবক। তাছাড়া মহাসড়কে কোথাও কেউ চাঁদাবাজি কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সংস্কারকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্সের প্রকল্প ব্যবস্থাপক রাসেল আহমেদ জানান, মহাসড়কে সৃষ্ট খানাখন্দক সংস্কারে তারা কাজ শুরু করেছিলেন। যা বর্ষা শুরুর আগে শেষ করার তাগাদা ছিল তাঁদের। কিন্তু নির্বিঘ্নে ঈদ যাত্রা সম্পন্ন করতে সওজের নির্দেশে আপাতত: সংস্কার কাজ বন্ধ রেখেছেন তারা।

সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, হাইওয়ে পুলিশের অনুরোধে ঈদযাত্রা নির্বিঘ্নে তারা আগামী দশ দিনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়ক সংস্কার কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। তবে তার পর থেকে পুনরায় অসম্পূর্ণ অংশের সংস্কার কাজ শুরু করবেন বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;