অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সীতাকুণ্ডের ২ পরিবারকে বাড়ির চাবি হস্তান্তর করলেন এমপি দিদার

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সীতাকুণ্ডের ২ পরিবারকে  বাড়ির চাবি হস্তান্তর করলেন  এমপি দিদার
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সীতাকুণ্ডের ২ পরিবারকে বাড়ির চাবি হস্তান্তর করলেন এমপি দিদার

মোঃ আলাউদ্দীন, বিশেষ প্রতিবেদক , পোস্টকার্ডবিডি.কম ।। 

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দাস পাড়া ও ৬নং ওয়ার্ডের শীল পাড়ায় একেই রাতে দুবিত্তের দেয়া আগুনে দুইটি  ঘর পুড়ে ছাই হয়ে যায়,গত বছরের ২৫ ডিসেম্বর রাতে, ২৮ ডিসেম্বর স্হানীয় সাংসদ আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যান তখন বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাদেকতউল্লাহ মিয়াজি কে নিদের্শনা দেন দুটিপরিবারের জন্য ঘর করার। তার ধারাবাহিকতায় দুইটি নতুন ঘর আলহাজ্ব দিদারুল আলম এমপির নিজ তহবিল থেকে নির্মান করে দিয়ে  আজ (০৪ জুলাই) তা  রন্জিত শীল ও সপ্না রানী দাশকে চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

এই সময় উপস্হিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার  মিল্টন রায়, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাদেকত উল্লাহ মিয়াজি, ইউপি সদস্য মহিউদ্দিন মিয়াজি, জামাল উ্ল্লাহ,  আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দীন, জসীম উদ্দীন, ইয়াসির আরাফাত মুন্না, নুরুল করিম সহ আওয়ামীলীগ ওঅংগ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় এমপি আলহাজ্ব দিদারুল আলম বলেন, আমি সবসময় আমার নির্বাচনী এলাকার মানুষের সূখে,দূঃখে পাশে থাকার চেষ্টা করি যাতে আমার নির্বাচনী এলাকার মানুষ গুলো বিপদের সময় নিজেকে অসহায় মনে না করে,এই দুই পরিবারকে মাথাগুজার ব্যবস্হা করে দিতে পেরে আনন্দিত। সকলে আমার জন্য দোয়া করবেন বাকি জীবনটায় যেন মানুষের সেবা করে যেতে পারি।