নতুন করে চট্টগ্রামে ২২০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯৮৮৮

নতুন করে চট্টগ্রামে ২২০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯৮৮৮
নতুন করে চট্টগ্রামে ২২০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯৮৮৮

পোস্টকার্ড ডেস্ক ।।

নতুন করে চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ২৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  শনিবার (৪ জুলাই) ৬টি ল্যাবে ১০৫০ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮৮৮ জনে।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৪১, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০৩ টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫১টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৪৪৮টি, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে নতুন যুক্ত হওয়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ২০৪টি নমুনা পরীক্ষা করে ৮৩ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এতে বিআইটিআইডিতে ১৪ জন, সিভাসুতে ২০ জন, চমেকে ৯৩ জন, চবিতে ১০ জন ও শেভরণে ৮৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। কক্সবাজার মেডিকেল কলেজে কারো শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়নি। ইম্পেরিয়াল হাসপাতালের রিপোর্ট পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৬টি ল্যাবে ১০৫০ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২২০ জনের। এরমধ্যে ১৬২ জন নগরীর এবং ৫৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলা মধ্যে লোহাগাড়ার ৩, সাতকানিয়ার ৩, বাঁশখালীর ১, আনোয়ারার ৩, চন্দনাইশের ২, পটিয়ার ৮, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ৪, ফটিকছড়ির ২, হাটহাজারীর ১৪, মিরসরাইয়ের ১৩ ও সীতাকুণ্ডের ১ জন আছেন।