২৮ ডিসেম্বর শাহজালালের থার্ড টার্মিনালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৮ ডিসেম্বর শাহজালালের থার্ড টার্মিনালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শাহজালালের থার্ড টার্মিনালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন

পোস্টকার্ড প্রতিবেদক ।।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ২৮ ডিসেম্বর স্থাপন হতে যাচ্ছে। এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর দক্ষিণাংশে ভিভিআইপি টার্মিনালের সামনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

নতুন এই টার্মিনালটি নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ২১ হাজার কোটি টাকা। বিশ্বমানের বিমানবন্দর তৈরি ঠিকাদারি প্রতিষ্ঠান কোরিয়ার শীর্ষ কোম্পানি স্যামসাং ও জাপানের সুমিজির সমন্বয়ে গড়ে তোলা ঢাকা অ্যাভিয়েশন কনসোর্টিয়ামের একাধিক টিম উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্ব পালন করছে।

ইতোমধ্যে ৩০ লাখ বর্গফুট এলাকা প্রস্তুত করা হয়েছে। সূত্র জানায়, উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য করার সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে। এক মাস ধরেই চলছে প্রস্তুতি। প্রস্তুতির কোথাও কোনো কমতি নেই। মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সিভিল অ্যাভিয়েশনের প্রকৌশল বিভাগের সঙ্গে সমন্বিতভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন প্রায় শেষের দিকে। এজন্য তৈরি করা হচ্ছে সুসজ্জিত অত্যাধুনিক একটি প্যান্ডেল। এর পাশে থাকবে থার্ড টার্মিনালের সুবিশাল লোগো ও প্রতিকৃতি। শুধু বিমানবন্দর নয়, মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত রাজপথের দুপাশে শোভা পাচ্ছে থার্ড টার্মিনালের আলোকসজ্জিত নকশা। বিমানবন্দরের প্রবেশদ্বারে শোভিত থাকবে বিশালাকৃতির টার্মিনালের নকশা। এ বিষয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, থার্ড টার্মিনাল প্রকল্প ৪৮ মাসের মধ্যে সমাপ্ত করা হবে। কারণ দেশের প্রধান কেপিআই বিবেচনা করেই টার্মিনাল নির্মাণের শেষ করার তাগিদ থাকবে।

১০ ডিসেম্বর একনেক বৈঠকে সংশোধনী ও থার্ড টার্মিনালের ব্যয় বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। মূল প্রকল্পে ব্যয় ছিল ১৩ হাজার ৬১০ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার টাকা। প্রথম সংশোধনীর পর প্রকল্পের ব্যয় নির্ধারিত হয় ২১ হাজার ৩৯৯ কোটি ৬ লাখ ৩৩ হাজার টাকা। মোট খরচের মধ্যে সরকার দেবে ৫ হাজার ২৫৮ কোটি ৩ লাখ ৮৮ হাজার এবং ঋণ হিসেবে জাপানের জাইকা দেবে ১৬ হাজার ১৪১ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা।