১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন

১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন
১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ প্রতিনিধি সভায় আজ (৯ নভেম্বর) দুপুরে নগর আওয়ামী লীগের সম্মেলনের পরিবর্তিত তারিখ ঘোষণা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

৪ ডিসেম্বর এ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে ওইদিন চট্টগ্রামের পোলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার কর্মসূচি ঘোষণা করায় নগর আওয়ামী লীগের সম্মেলন পিছিয়ে দিল দলটি।

প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তিন সাংগঠনিক ইউনিটকে নিয়ে যৌথ সভার আয়োজন করা হয়।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আমার একটা স্বপ্ন ছিল কাউন্সিল করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি দেব। এখানে দীর্ঘদিন কাউন্সিল হয় না, ঢাকা থেকে কমিটি ঘোষণা হয়। আমি চাই তৃণমূলের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হোক। কিন্তু এটাকে বিভিন্নভাবে ব্যর্থতায় পর্যবসিত করার চেষ্টা হয়েছে।

সর্বশেষ ৪ ডিসেম্বর সম্মেলন করার কথা ছিল। যেহেতু নেত্রীর জনসভা আছে, সেদিন সম্মেলন হবে না। ১৮ ডিসেম্বর এ সম্মেলন করতে চাই আমরা। আর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে ১২ ডিসেম্বর।’

সভা শেষে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আমাদের সম্মেলনের প্রস্তুতি রয়েছে। দলীয় সভানেত্রী শেখ হাসিনার জনসভার পর যেকোনো দিনই আমরা সম্মেলন করতে প্রস্তুত আছি। আমরা সবাই মিলে ১৮ ডিসেম্বর সম্মেলনের তারিখ চূড়ান্ত করেছি।’

খালেদ / পোস্টকার্ড ;