১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো

১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের  পর্দা নামলো
১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো

বিনোদন ডেস্ক ।।

চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে আটদিন ব্যাপী ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০২০ ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে গতকাল শেষ হলো ।

উৎসবের শেষ দিন গতকাল সকাল ১১টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উৎসবে অংশ নেয়া সেরা চলচ্চিত্র নির্মাতাদের পুুুুুুুুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামে ১৩তম এই উৎসবের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম, সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্‌নী ও উৎসব পরিচালক ফারিহা যাহিন বিভা।

এবারের উৎসবে ঢাকায় মোট ৫টি ভেন্যুতে ৩৯টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়। ‘ইয়াং বাংলাদেশি ট্যালেন্ট’- শীর্ষক বিভাগে ১৯ থেকে ২৫ বছর বয়সী তরুণ নির্মাতারা অংশ নেন। সেরা চলচ্চিত্র ও সেরা চলচ্চিত্র নির্মাতাদের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক প্রণোদনা।

১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে বিজয়ীরা হলেন শ্রেষ্ঠ পরিচালক (আন্তর্জাতিক অনুর্ধ্ব ১৮) : কম্ফোটাবল পজিশন, শ্রেষ্ঠ পরিচালক (আন্তর্জাতিক): গুড গার্ল, শ্রেষ্ঠ ফিচার চলচ্চিত্র (আন্তর্জাতিক): রোমিস স্যালুন, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (আন্তর্জাতিক): ডে এক্স, ইয়াং ট্যালেন্ট পুরস্কার: দ্য স্মোকার (রাগিব মাহমুদ শাফায়েত শাহ), সামাজিক চলচ্চিত্র পুরস্কার : খোকা যখন ছোট ছিলেন (সুদীপ্ত শাহা)। এছাড়া ১ম শ্রেষ্ঠ চলচ্চিত্র (অনুর্ধ্ব ১৮) : বাধা (বিভায়ন চাকমা), ২য় শ্রেষ্ঠ চলচ্চিত্র (অনুর্ধ্ব ১৮) : ট্যু দ্য স্লিপলেস ইয়ুথ (সুপ্রিয় পরমা), ৩য় শ্রেষ্ঠ চলচ্চিত্র (অনুর্ধ্ব ১৮) : নোবডিস রেসপন্সিবল (ফারহানুর ইমতিয়াজ), বিশেষ চলচ্চিত্র পুরস্কার (অনুর্ধ্ব ১৮) : বুন ইস মিসিং (মুবাসসির ইবনাত এবং মীর রাগিব তাজওয়ার) ও আমাদের গল্প (সিফাত শাহরিয়ার)।