সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি-জামায়াত মরিয়া : সংবর্ধনা অনুষ্ঠানে দিদারুল আলম এমপি 

সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি-জামায়াত মরিয়া : সংবর্ধনা অনুষ্ঠানে দিদারুল আলম এমপি 

মোহাম্মদ আলাউদ্দীন ।।

সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি দীর্ঘ একমাসেরও বেশি সময় দেশের বাইরে অবস্থান করার পর দেশে ফিরে এসেছেন ।

সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৩ টায় তিনি নিজ নির্বাচনী এলাকা সীতাকুণ্ডে পা রাখেন। এসময় সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন দিদারুল আলম এমপি। সীতাকুণ্ডে দিদারুল আলম এমপির গাড়ি প্রবেশের সাথে সাথে পূর্ব থেকে অপেক্ষমান কাউন্সিলর জুলফিকার আলি মাসুদ শামীম ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক শিহাব উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর সীতাকুণ্ড উপজেলা পরিষদের সামনে একে একে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, ভাটিয়ারি ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দীনসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

চট্টগ্রাম -৪ আসনের এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম বিদেশ সফর শেষ করে দেশে আশায় সীতাকুণ্ড উপজেলা নেতা কর্মীদের সংবর্ধনা আয়োজন করা হয়।

উক্ত সংবর্ধনায় এমপি দিদারুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের ঈর্ষনীয় উন্নয়ন অগ্রগতিকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলতে বিএনপি-জামায়াত চক্র মরিয়া হয়ে উঠেছে। মীমাংসিত কিছু ইস্যুকে সামনে রেখে তারা নানা অপতৎপরতা চালানোর চেষ্টা চালাচ্ছে। দেশের ভাবমূর্তি বিনষ্টের পাঁয়তারা করছে।

এমন অবস্থায় আমাদের দলের নেতাকর্মীকে সজাগ দৃষ্টিতে থাকতে হবে। তাদের সকল ধরণের অপচেষ্টা, অপতৎপরতা রুখে দিতে আওয়ামীলীগের তৃণমূল শক্তিই প্রধান ভিত্তি। সেই তৃণমূল শক্তিকে সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।

সভা শেষে নেতাকর্মীরা ফুল প্রদান, করতালি, স্লোগান ও শো-ডাউনের মাধ্যমে দিদারুল আলম এমপিকে তার বাসভবনের দিকে এগিয়ে নেন।