সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রির প্রতিবেদন দিতে হাইকোর্টের রুল

সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রির প্রতিবেদন দিতে হাইকোর্টের রুল
সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রির প্রতিবেদন দিতে হাইকোর্টের রুল

আদালত ডেস্ক।।

দেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও সমমানের ডিগ্রি কীভাবে অনুমোদন করা হয়, তা তদন্ত করে তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকের পিএইচডি গবেষণার ৯৮ শতাংশ নকলের বিষয়টি তদন্ত করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে ঢাবি উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

একই সঙ্গে গবেষকদের পিএইচডি বা সমমানের ডিগ্রি অর্জনের ক্ষেত্রে জালিয়াতি রোধে থিসিসের প্রস্তাব চূড়ান্ত করার আগে আইসিটি বিশেষজ্ঞ নিয়োগের মাধ্যমে থিসিস প্রস্তাব যাচাইয়ে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করা হয়েছে।

শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে মো. মনিরুজ্জামান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

তাছাড়া সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় এক শিক্ষকের জালিয়াতির বিষয়টি তদন্ত করে ২ মাসের মধ্যে প্রতিবেদন দিতে উপাচার্যকে নির্দেশ দিয়েছেন আদালত।