স্যারের টিউটোরিয়াল গ্রুপের শিক্ষার্থী ছিলাম আমি : প্রধানমন্ত্রী

স্যারের টিউটোরিয়াল গ্রুপের শিক্ষার্থী ছিলাম আমি : প্রধানমন্ত্রী

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অধ্যাপক মুক্তিযোদ্ধা আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন । এক শোক বার্তায় তিনি বলেছেন, ‘তার মত বিদগ্ধ ও জ্ঞানী মানুষের মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হল।’

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ার দিনগুলোতে আনিসুজ্জামানকে পেয়েছিলেন শিক্ষক হিসেবে। গভীর শ্রদ্ধার সঙ্গে প্রয়াত শিক্ষকের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘আমি ছিলাম স্যারের টিউটোরিয়াল গ্রুপের শিক্ষার্থী।’

প্রসঙ্গত, প্রতিবছরের ভাষার মাসের প্রথম দিনে বইমেলা শুরু হয়। এর উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী। বাংলা একাডেমি প্রতিবছর বইমেলার আয়োজন করে আসছে। আর এতদিন এর চেয়ারম্যান ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। তিনিও অতিথি থাকতেন ওই অনুষ্ঠানে।

অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রীর সম্মানে লাল গালিচাও পাতা হয়। কিন্তু প্রায় প্রতিবারই প্রধানমন্ত্রী সেই লাল গালিচা ছেড়ে দেন নিজের শিক্ষক দেশবরেণ্য বুদ্ধিজীবী ও গবেষক আনিসুজ্জামানের সম্মানে। শুধু তাই নয়, আনিসুজ্জামানকে মধ্যমণি করে প্রতিবার মেলাও ঘুরে দেখেন শেখ হাসিনা।

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানেও নিজের শিক্ষকের প্রতি শ্রদ্ধার নিদর্শন রেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মান দেখিয়ে বাংলা একাডেমির রাস্তায় রাখা লাল গালিচা নিজে ছেড়ে নিচ দিয়ে হেঁটেছিলেন শেখ হাসিনা। হাঁটা অবস্থায় শিক্ষকের চাদরও ঠিক করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।