সিপিপির ঘূর্ণিঝড় বুলবুলের সতর্কবার্তা সীতাকুণ্ডের গ্রামে গ্রামে চলছে

সিপিপির  ঘূর্ণিঝড় বুলবুলের সতর্কবার্তা সীতাকুণ্ডের গ্রামে গ্রামে চলছে

এম কে মনির, সীতাকুণ্ড, চট্রগ্রাম।।

সীতাকুণ্ড পৌরসভার প্রতিটি গ্রামে গ্রামে চলছে সিপিপির ঘূর্ণিঝড় সতর্কবার্তা। আজ সন্ধ্যা ৭টা থেকে সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন গ্রামে এ সতর্কবার্তা চালানো হয়। ঘূর্ণিঝড় বুলবুল তীব্র গতিতে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে।ইতিমধ্যে সুন্দরবনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বুলবুল।মংলা-পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্রগ্রামে ৯ এবং কক্সবাজারে ৬নং বিপদ সংকেত দেখানো হয়েছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুুতি গ্রহণ করেছে।তারই অংশ হিসেবে সীতাকুণ্ড পৌরসভার প্রতিটি গ্রামে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। সীতাকুণ্ড পৌরসভায় মোট ৯টি টিমে ১৫০জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। সন্ধ্যা থেকেই চলছে হ্যান্ডমাইক নিয়ে প্রচারণার কাজ।প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে জনসাধারণকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য সতর্ক করা হচ্চে। গবাদিপশুর, নিরাপত্তা নিশ্চিত, শুকনো খাবার,প্রাথমিক চিকিৎসার উপকরণ,প্রয়োজনীয় দলিলপত্রাদি হেফাজতে রাখার জন্যও বলা হচ্ছে এ সতর্কবার্তায়।সিপিপির ৮নং ওয়ার্ডের টিম লিডার মো:নুরুদ্দিনের সাথে কথা বললে তিনি জানান পৌরএলাকায় আমাদের মোট ১৫০জন স্বেচ্ছাসেবক রয়েছে।যেকোন ধরণের দূর্যোগ পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুুত রয়েছি।আমাদের সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও প্রস্তুুত রয়েছে। আজ রাতব্যাপী সিপিপির এ কার্যক্রম চলবে বলেও জানান তিনি।