সীতাকুন্ড উপজেলা কৃষকলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

সীতাকুন্ড উপজেলা কৃষকলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নিউজ ডেস্ক।।

সীতাকুন্ড উন্নয়ন প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু মিলনায়তনে সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের উদ্যোগে পালিত হ'ল ঐতিহাসিক ৭ই মার্চ। কেন্দ্র কর্তৃক অনুমোদিত সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ইন্জিঃ মোঃ আজিজুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁনের সার্বিক পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জননেতা মোস্তফা কামাল চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা বাবু কিশোর কান্তি ভৌমিক, মোঃ সাঈদ মিয়া, অধ্যাপক সুনীল বন্ধু নাথ, বাবু দীপক কান্তি চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মোঃ ওয়াহিদী, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, শামসুল আলম, আনোয়ার হোসেন ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা ছালেহ আহমেদ, সফিউল গাউস চৌধুরী মামুন, নূর উদ্দীন জাহেদ, সোলায়মান, আব্দুল মজিদ মাস্টার, রেজাউল করিম, জামাল উদ্দীন, কে এম সালাহউদ্দীন, সৌরভ চৌধুরী, মুজিবুর রহমান, নূর মোহাম্মদ, আজাদ, নুরুল আলম প্রমুখ নেতৃবৃন্দগণ।

প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবান্ধব নেতা মোস্তফা কামাল চৌধুরী বলেন, কৃষক প্রাণ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ  হাসিনার সরকারের স্বিদ্ধান্তানুযায়ী বিভিন্ন উপজেলা কৃষকের সবজির নিরাপত্তায় কোলেস্টেরল ব্যবস্হা নিশ্চিত করতে আমাদের প্রিয়নেতা/ প্রিয়নেত্রী কৃষিবিদ সমীর চন্দ ও এডভোকেট উল্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে সীতাকুন্ডের কৃষক সমাজকে উপকৃত করবার জন্য - কৃষকদের সমুদয় ক্ষতির হাত থেকে রক্ষা করবার জন্য সীতাকুন্ডে নিশ্চয়ই কোলেস্টেরল হবে। আমাদের কৃষিমন্ত্রী মহোদয়ও বেশ আন্তরিক যাতে কৃষক তার ন্যায্য চাহিদা নিশ্চিত করে সম্বৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সক্ষম হয়। আলোচনায় সকল নেতা ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে অত্যন্ত গঠনমূলক বক্তব্য রাখেন। বলে রাখা ভাল যে, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সীতাকুন্ড উপজেলায় কৃষক লীগ আলোচনা সভা করে এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।।