মুক্তিযুদ্ধের সাক্ষী শুভপুর ব্রিজ সংস্কারের উদ্যোগ

মুক্তিযুদ্ধের সাক্ষী শুভপুর ব্রিজ সংস্কারের উদ্যোগ
মুক্তিযুদ্ধের সাক্ষী শুভপুর ব্রিজ সংস্কারের উদ্যোগ

মাহবুব পলাশ, মীরসরাই ।।

শুভপুর ব্রিজটি অবশেষে সংরক্ষণ ও সংস্কারের আওতায় এল। প্রকল্প প্রস্তাবনায় পর্যবেক্ষণ রিপোর্টের ওপর নকশা প্রস্তাবনায় রয়েছে এই ঐতিহাসিক স্থানটি। আর এতে পাল্টে যাবে জীর্ণ এই ব্রিজটি।

স্বাধীনতার পর তিন দশক ধরে চট্টগ্রাম শহরে প্রবেশের একমাত্র রাস্তা ছিল বর্তমান পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা ও চট্টগ্রামের মীরসরাইয়ের সংযোগ স্থাপনকারী এই ব্রিজ দিয়ে তৎকালীন সারা দেশের সাথে যোগাযোগ ছিল বাণিজ্যিক নগরীর। চট্টগ্রাম তথা মীরসরাইয়ের প্রবেশদ্বারে অবস্থিত এ ব্রিজের দখল দিয়েই ১৯৭১ সালে দফায় দফায় পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়েছিল মুক্তিযোদ্ধাদের। পাকিস্তানি বাহিনী যাতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এ ব্রিজ অতিক্রম করে চট্টগ্রাম প্রবেশ করতে না পারে সেজন্য মুক্তিযোদ্ধারা ব্রিজটি ধ্বংসের চেষ্টা চালায়। ব্রিজটি রক্ষা ও দখলে রাখার জন্য পাক বাহিনীও মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। স্বাধীনতার অর্ধশত বছর পরও গুরুত্ব কমেনি সেই ব্রিজটির। আজও প্রতি বছর বিজয় ও স্বাধীনতার মাস এলে মুক্তিযোদ্ধারা ওই ব্রিজের উপর দাঁড়িয়ে সেইসব দিনের স্মৃতিচারণ করেন।

অসংখ্য বুলেট ও কামানের আঘাতের চিহ্ন নিয়ে এখনও স্বগৌরবে দাঁড়িয়ে আছে ব্রিজটি।

মুক্তিযুদ্ধের সাক্ষী ঢাকা-চট্টগ্রামের সঙ্গে নতুন সড়ক নির্মিত হওয়ায় এ ব্রিজের প্রয়োজনীয়তা এখন অনেকটাই কমে গেছে। ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের মীরসরাই-ফেনী নদীর ওপর ১৯৫৫-৫৬ সালে নির্মিত হয়েছিল শুভপুর ব্রিজটি। প্রায় ৪শ ফুট দীর্ঘ ব্রিজটি ১ নং করেরহাট ইউনিয়নের শেষ সীমানায় অবস্থিত।

মুক্তিযুদ্ধের সময়কার গুরুত্বপূর্ণ এই ব্রিজটি স্বাধীনতার পর সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। বর্তমানে ব্রিজটি ঝুঁকিপূর্ণ। ব্রিজটির বিভিন্ন অংশ ধসে পড়েছে। অনেক অংশ চুরি হয়ে গেছে। মাঝখানে রেলিং ভেঙে গেছে। এছাড়া ব্রিজের বিভিন্ন অংশে গর্ত ও ভেঙে যাবার কারণে কয়েক স্থানে জোড়াতালি দিয়ে কোনোভাবে চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ।

ফেনী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম বলেন, ব্রিজটি আকারে দীর্ঘ হওয়ায় এর হাইড্রোলোজি ও মফোলজি স্টাডি চলছে। এরপর নকশা করেই দরপত্র আহ্বানের প্রস্তাবনা রয়েছে। আশা করছি আগামী এক বছরের মধ্যেই ব্রিজটিকে টেকসই ও সুরক্ষিত দেখা যাবে।