সীতাকুণ্ডে রোভার স্কাউট দীক্ষা অনুষ্ঠান উদ্বোধন

সীতাকুণ্ডে রোভার স্কাউট দীক্ষা অনুষ্ঠান উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি।।

বুধবার সীতাকুণ্ড ডিগ্রি কলেজের উদ্যোগে রোভার স্কাউট দীক্ষা ও তাঁবু জলসা অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে উদ্বোধন করা হয়।

সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ আফাজ উদ্দীনের সভাপতিত্বে এবং রোভার স্কাউটের শিক্ষক আবুল হাশেম পরিচালনা এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রোভার স্কাউটের ভারপ্রাপ্ত কমিশনার আবু জাফর মোহাম্মদ বোরহান।

বিশেষ অতিথি ছিলেন-অধ্যক্ষ সুনিল বন্ধু নাথ, মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক অজিত কুমার দে ও রোভার স্কাউট ইউনিট এস আর এম ইফতেখায়ের ইমন।

এসময় বক্তারা বলেন, রোভার স্কাউট কর্মীরা সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা পালন করছে। যে কোনো দুর্যোগ মুহূর্তে এগিয়ে আসেন। স্কাউটিং এর বাস্তবমুখী ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে ছেলে-মেয়েরা ছোটবেলা থেকেই সঠিক দিক নির্দেশনার ফলে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়ে থাকে। নিরক্ষর ও মাদকমুক্ত সমাজ এবং ছিন্নমূল মানুষের সেবা ও সহযোগিতা করার জন্য স্কাউটরা সমাজে অগ্রণী ভূমিকা পালন করে। ফলে তারা সরকার ও সাধারণ মানুষের সমর্থন পেতে সক্ষম হয়েছে।

সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের রোভার স্কাউট দীক্ষা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ২৪ জন ছাত্রী ও ১৮জন ছাত্র।