সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ 

সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ 
সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ 

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে প্রবাসী মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায়, সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক পরিবারের মাঝে পবিত্র রমজানের ইফতারি সামগ্রী উপহার দেওয়া হয়।

সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সদস্যদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রতিটি পরিবারকে গোপনে ঘরে ঘরে পৌছে হাতে তুলে দেওয়া হয় এই উপহার সামগ্রি। 

সীতাকুণ্ডের এই  সেচ্ছাসেবী সংগঠন মূলত ব্লাড নিয়ে কাজ পরলেও  পাশাপাশি মানবিক কাজেও তারা মানবিকতা দেখিয়েছে। অসহায়, হতদ্ররিদ ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়াতে দেখা যায় যে কোন সময়। 

এই বিষয়ে সংগঠনের অর্থ সম্পাাক নূরুউদ্দীন বলেন, আমরা যে কোন ক্রান্তিকাল লগ্নে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করি। অনেকটা নিরবে আমরা উপকাভোগীদের  হাতে তুলে দিচ্ছ  উপহার সমূহ। আমাদের এই ভালোবাসা অবহৃত থাকবে।  প্রবাসীদের মতো যদি সমাজের অর্থশালীরাও এগিয়ে আসে মানবিক কাজে । সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা দিন দিন কমে আসনে। 

এসময় তিনি উপহার সামগ্রি সংগ্রহ সহ  এমন সুন্দর আয়োজনের জন্য সংগঠনের সভাপতি ওমর ফারুক, সমাজসেবা সম্পাদক রাজু আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য সাকিবুল হোসেন রিফাত, পাভেল শাহরিয়ার, আল-আমিন সহ যারা ইফতার সামগ্রী সংগ্রহে সহযোগিতা করেছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

খালেদ / পোস্টকার্ড ;