সীতাকুণ্ড মডেল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

সীতাকুণ্ড মডেল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
সীতাকুণ্ড মডেল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

পোস্টকার্ড নিউজ ।।

সারা বাংলাদেশর ন্যায় “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সীতাকুণ্ড মডেল থানার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

শনিবার ২৯ অক্টোবর দুপুর ১২টায় সীতাকুণ্ড মডেল থানা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়।পরে র‌্যালিটি পৌরসদর প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে সামনে এসে শেষ হয়।

জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী সভাপতিত্ত্বে ও সাব-ইন্সপেক্টর মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড মডেলথানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ,সলিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন আজিজ, ভাটিয়ারীর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানের আঙ্গিকে অপরাধ দমনে পুলিশকে সর্বোচ্চ সহযোগীতা করার আশ্বাস দেন।

জনগণের সহযোগীতা ছাড়া থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা মোটেই সম্ভব নয়। এরই ধারাবাহিকতায় সীতাকুণ্ড মডেল থানার পুলিশ এলাকার লোকজনের সমন্বয়ে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে অপরাধ প্রতিরোধ প্রচেষ্টায় অব্যাহত রেখেছে।বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির যুগে সবাইকে সচেতন হতে হবে এবং কমিউনিটি পুলিশিং ডে থেকে আমাদের শিক্ষা নিয়ে অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

খালেদ / পোস্টকার্ড ;