সীতাকুণ্ডে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন 

সীতাকুণ্ডে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন 
সীতাকুণ্ডে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন 

পোস্টকার্ড ডেস্ক ।। 

"সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবি হোন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদের সভাপতিত্বে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সভায় হাসপাতালের সকল বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

এ সময় ডাঃ নূর উদ্দিন রাশেদ বলেন, উচ্চ রক্তচাপ হল অসংক্রামক রোগগুলির মধ্যে একটি । যা প্রায়শই একটি দীর্ঘস্থায়ী রোগ হিসাবে বিবেচিত হয়। এর জন্য চিকিৎসা ও প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় নানা জটিলতা এমনকি আকস্মিক মৃত্যুর আশঙ্কা রয়েছে । একটি সুস্থ এবং সুন্দর জীবনের জন্য নিয়মিত আপনার রক্তচাপ পরিমাপ করার আহবান জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড;