সীতাকুণ্ডে নলকূপ দিয়ে বেরুচ্ছে প্রাকৃতিক গ্যাস, এটি দেখতে উৎসুক মানুষের ভিড়

সীতাকুণ্ডে নলকূপ দিয়ে বেরুচ্ছে প্রাকৃতিক গ্যাস, এটি দেখতে উৎসুক মানুষের ভিড়
সীতাকুণ্ডে নলকূপ দিয়ে বেরুচ্ছে প্রাকৃতিক গ্যাস, এটি দেখতে উৎসুক মানুষের ভিড়

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে সীতাকুণ্ড উপজেলায় নলকূপের পাইপ দিয়ে। মঙ্গলবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মান্দারীটোলা গ্রামের একটি বসতবাড়িতে নলকূপ থেকে এ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়। বের হওয়া প্রাকৃতিক গ্যাসে আগুন জ্বলছে। এ দৃশ্য দেখতে এলাকার শত শত মানুষ সেখানে গিয়ে ভিড় করছেন।

জানা যায়, মান্দারীটোলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী তাঁর নতুন বাড়ির সামনের খালি জায়গায় তিনটি স্থানে টিউবওয়েল স্থাপন করেন । কিন্তু সবকটি স্থানেই টিউবওয়েল স্থাপনের পর টিউবওয়েল চাপতেই বের হচ্ছে আগুন। একইসাথে টিউবওয়েল থেকে স্বচ্ছ পানিও আসছে।

এমন ঘটনা কেবল বাড়ির মালিক মোহাম্মদ আলী নয়, অবাক করেছে পুরো গ্রামবাসীকে। টিউবওয়েল চাপলে আগুন বের হওয়ার খবরে বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা এসে ভিড় করে মোহাম্মদ আলীর বাড়ির উঠানে। ইতিমধ্যে টিউবওয়েল থেকে আগুন বের হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ভাইরাল হয়েছে। যাতে বাড়ির মালিক মোহাম্মদ আলী টিউবওয়েল চাপলেই টিউবওয়েলের উপরের মুখ দিয়ে আগুন উঠতে দেখা গেছে।

মোহাম্মদ আলী বলেন, আমি নতুন বাড়ি করেছি। বাড়িতে বিভিন্ন স্থানে তিনটি টিউবওয়েল স্থাপন করার পর তিন জায়গাতেই আগুন জ্বলছে। সর্বশেষ আরও একটি স্থানে টিউবওয়েল স্থাপন করলে সেখানেও টিউবওয়েল থেকে আগুন বের হচ্ছে। একইসাথে পানিও পড়ছে। এ দৃশ্য দেখতে মানুষের ভিড় জমেছে আমার বাড়িতে। আমি চাই সংশ্লিষ্টরা এখানে এসে অনুসন্ধান করুক। জাতীয় সম্পদ গ্যাস পাওয়া গেলে আমিও আনন্দিত হব।

এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক অনুপম দত্ত বলেন, এগুলো বিক্ষিপ্ত পকেট গ্যাস হতে পারে। এর আগেও বাড়বকুণ্ডে এমনটি হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। এ ধরনের গ্যাস নিয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে আগেও কথা বলেছিলাম। তাদের ধারণা এ ধরনের গ্যাস উত্তোলনের জন্য যথেষ্ট না। তবুও আবার যেহেতু উঠছে বিশেষজ্ঞদের সাথে কথা বলব। দেখি তারা কী বলেন। সে হিসেবে ব্যবস্থা নেয়া হবে।

খালেদ / পোস্টকার্ড ;