ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে হলফনামা দাখিল, বেরিয়ে আসছে প্রার্থীদের অজানা তথ্য

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে হলফনামা দাখিল, বেরিয়ে আসছে প্রার্থীদের অজানা তথ্য

পোস্টকার্ড ডেস্ক ।।

অজানা অনেক তথ্য বেরিয়ে আসছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন কমিশনে দাখিল করা প্রার্থীদের হলফনামা থেকে । এমন সব তথ্য হয়তো হলফনামা দাখিলের প্রয়োজন না হলে কোন দিনও জানার সুযোগ থাকতো না।

ঢাকা দক্ষিণের জাতীয় পার্টি থেকে মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিনের হলফনামার তথ্য শুনে অবাক হবেন।  মার্সিডিজ বেঞ্জ, একটি টয়োটা প্রাডো এবং একটি মিৎসুবিশি পাজেরোর মালিক বলে তিনি উল্লেখ করেছেন। মূল্য মাত্র ১৭ লাখ টাকা। একটি বিএমডব্লিউ এবং একটি নিশান সেডানও রয়েছে তার স্ত্রীর মালিকানায়। বিশ্বাস করতে কষ্ট হলেও বিশ্বের দামি ব্র্যান্ডের এ গাড়িগুলোর দাম তিনি হলফনামায় এটাই উল্লেখ করেছেন।

অন্যান্য মেয়র প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য অনেকটা এমনই। তাদের দৈনন্দিন জীবন যাপন আর হলফনামায় দেওয়া তথ্যের সঙ্গে মিল খুঁজতে গিয়ে অনেকেই হতবাক হয়েছেন।

এবারের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র পদে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন ১৩ জন। এদের মধ্যে ঢাকা উত্তরে সাত জন এবং দক্ষিণে ছয় জন প্রার্থী রয়েছেন। প্রার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী প্রধান দুই রাজনৈতিক দলের চারজন প্রার্থীই উচ্চ শিক্ষিত। ঢাকা দক্ষিণে আ.লীগের প্রার্থী শেখ ফজলে নুর তাপস ব্যরিস্টার ও বিএনপির প্রার্থী ইশরাক হোসেন প্রকৌশলী। দুজনেই দেশের বাইরে পড়াশোনা করেছেন।

অপরদিকে ঢাকা উত্তরে আ.লীগের প্রার্থী ব্যবসায়ী আতিকুল ইসলামের বাণিজ্যে স্নাতক রয়েছে। বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল স্নাতকোত্তর করেছেন ইনফরমেশন সিস্টেম টেকনোলজিতে।

ঢাকা দক্ষিণে আ.লীগের প্রার্থী ব্যরিস্টার তাপস প্রার্থী হওয়ার আগে সংসদ সদস্য ছিলেন। মেয়র পদে নির্বাচনের জন্য তিনি পদত্যাগ করেছেন। হলফনামায় তার দেওয়া তথ্য অনুযায়ী, নিজের নামে তার তিনটি গাড়ি রয়েছে। যেগুলোর মূল্য ১ কোটি ৬৬ লাখ টাকা বলে তিনি উল্লেখ করেছেন। তবে তিনি কী ধরনের গাড়ি ব্যবহার করছেন সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি।  এছাড়া তাপস ২০ কোটি ৯২ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক বলে হলফনামা থেকে জানা গেছে। তবে তার ৪ কোটি টাকা ঋণ রয়েছে।

এই সিটিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। তার নিজের নামে কোন গাড়ি নেই বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন। তিনি ৪ কোটি ৯৮ লাখ টাকার মালিক বলে হলফনামায় জানিয়েছেন। এছাড়া তার স্থাবর-অস্থাবর আর কোনো সম্পত্তির তথ্য জানা যায়নি। ইশরাকের কাছে তার মা ৬১ লাখ টাকা পাবেন বলে হলফনামায় জানান।

এদিকে উত্তর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম সদ্য বিদায়ী মেয়র ছিলেন। তার নিজের নামে কোনো গাড়ি নেই বলে হলফনামায় তথ্য দিয়েছেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে ৫৯১ কোটি টাকার ঋণ রয়েছে। তবে তার স্ত্রীর সম্পদের মূল্য দেখিয়েছেন ৭ কোটি ৮৫ লাখ টাকা।

এই সিটিতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল এর আগেও প্রতিন্দ্বন্দ্বিতা করেছেন। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী আতিকের চেয়ে তাবিথের সম্পদের পরিমাণ ১০ গুণ বেশি। তাবিথ ও তার স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পদের মোট আর্থিক মূল্য ৬৮ কোটি ৬৮ লাখ টাকা।

সিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আয় দক্ষিণের প্রার্থী তাপসের। তিনি বছয়ে সর্বোচ্চ ৯ কোটি ৮১ লাখ টাকা আয় করেন। উত্তরের বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ রয়েছেন তার পরপরই। বছরে তার আয় ৮ কোটি ১২ লাখ টাকা। উত্তরের আতিকুলের আয় ১ কোটি ৩৬ লাখ টাকা হলেও দক্ষিণের বিএনপির ইশরাক বছরে ৯১ লাখ ৫৮ হাজার টাকা আয় করেন বলে জানিয়েছেন।