সীতাকুণ্ডে কোটি টাকার সরকারী গাছ কেটে লাখ টাকা দিয়ে রেহাই পেলো বনদস্যু !

সীতাকুণ্ডে কোটি টাকার সরকারী গাছ কেটে লাখ টাকা দিয়ে রেহাই পেলো বনদস্যু !
সীতাকুণ্ডে কোটি টাকার সরকারী গাছ কেটে লাখ টাকা দিয়ে রেহাই পেলো বনদস্যু !

পোস্টকার্ড নিউজ ।। 

সীতাকুণ্ডে প্রকাশ্যে সরকারি বাগানের কোটি টাকার অর্ধ শতাধিক সেগুন গাছ কেটে এক লাখ টাকা জরিমানা দিয়ে রক্ষা পেল বনদস্যু সেকান্দার। রবিবার (৩০ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানার টাকা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ উক্ত বনদস্যুর বিরুদ্ধে আগেও জাল দলিল সৃজনের অভিযােগে মামলা ছিলাে। এরপর আবার সরকারি গাছ কেটে ফেলায় সে তার প্রভাব কাজে লাগিয়ে বারবার এসব ঘটনা ঘটাচ্ছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত থেকে উপজেলার বাড়বকুণ্ডের অনন্তপুর এলাকায় সরকারি খাস জায়গা থেকে অর্ধশতাধিক সেগুন গাছ কেটে পাচার করছিলাে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত ছালে আহমেদের পুত্র মাে. সেকান্দার। বাড়বকুণ্ড ফরেস্ট অফিসের মাত্র কয়েক'শ গজের মধ্যে এই গাছ কাটার মহােৎসব ও প্রকাশ্যে পাচার চললেও রহস্যজনক কারণে গাছ কাটা দেখেও নীরব ছিলাে ফরেস্ট অফিসের বিট কর্মকর্তারা। এরমধ্যে শুক্রবার দুপুরে গােপন সূত্রে এই খবর পান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাে. আশরাফুল আলম। তিনি সেখানে গিয়ে পাচারের সময় কাঠ বােঝাই একটি ট্রাক আটক করেন এবং পাহাড়ের উপর ও নিচ থেকে বেশ কিছু বিশালাকৃতির সেগুন গাছের কাটা টুকরাে জব্দ করেন। এ ঘটনার পর চারদিন পেরিয়ে গেলেও বনবিভাগ এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি । অন্যদিকে রবিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাে. আশরাফুল আলম তার কার্যালয়ে এ বিষয়ে শুনানি করেন। শুনানিতে অভিযুক্ত মাে. সেকান্দর সরকারি গাছ কাটা ভুল হয়েছে স্বীকার করে মুচলেকা দেয়। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে জেল দিতে চাইলে সেকান্দর ব্যাপক তদবির করে ক্ষমা প্রার্থনা করতে থাকে। শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। কিন্তু সাথে সাথে এক লাখ টাকা দিয়ে জেল থেকে রেহাই পেয়ে যায় সে। 

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাে. আশরাফুল আলম বলেন, সরকারি বিট অফিসের কয়েক’শ গজের মধ্যে বনদস্যুরা এভাবে সরকারি সেগুন কাঠ কেটে পাচার হলেও বন কর্মকর্তারা তাকে কোন খবরই দেননি। গােপন সূত্রে জেনে তিনি অভিযান চালান। পরে এসব গাছ কাটায় অভিযুক্ত বনদস্যু সেকান্দরকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেন। এছাড়া জব্দকৃত কাঠ বন বিভাগকে হস্তান্তর করা হয়েছে। এ গাছগুলো নীলামের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে  ।

খালেদ / পোস্টকার্ড ;