সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করার জন্য একটি পক্ষ সক্রিয়: তথ্যমন্ত্রী

সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করার জন্য একটি পক্ষ সক্রিয়: তথ্যমন্ত্রী

পোস্টকার্ড প্রতিবেদক।।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সিটি কর্পোরেশনের নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করার জন্য একটি পক্ষ সক্রিয় হয়ে উঠেছে । গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় হামলার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র প্রযোজক সমিতির নবনির্বাচিত পরিষদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন,  নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি প্রথম থেকেই প্রচেষ্টা চালাচ্ছে। নানা ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশ এটি কী না তা ক্ষতিয়ে দেখা প্রয়োজন।

গাবতলীতে হামলার বিষয়টি মন্ত্রী আগে জানতেন না মন্তব্য করে বলেন, এখনই বিষয়টি জানলাম। একনেক বৈঠকে ছিলাম। না জেনে কোনো বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।

বিএনপির পক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেও মন্তব্য করেন তথ্য মন্ত্রী। তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তো আছেই। তবে সেটা বিএনপির পক্ষে। আমাদের বিপক্ষে।

কারণ হিসেবে তিনি ভারতের উদারহরণ টানেন। তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর সবচেয়ে বেশি ভোটার সংখ্যা ভারতে। সেখানেও এমপি-মন্ত্রীরা সরকারি প্রটোকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে। কেবল আমাদের এখানে পারে না।