পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

পোস্টকার্ড ডেস্ক ।।

অবশেষে চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। সোমবার (৯ মে) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডেইলি মিরর জানিয়েছে, শুক্রবার (৬ মে) প্রেসিডেন্ট গোটবায়া রাজাপাক্ষে দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হিসাবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার অনুরোধ করেন। কয়েকদিন পর এটি আসে। এখন যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, রাজাপাক্ষে একটি সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের জন্য সংসদে সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

দেশটির বিরোধী দল সামগী জনা বালাওয়েগয়া (এসজেবি) নিশ্চিত করেছে তাদের দলের নেতা সজিথ প্রেমাদাসা অন্তর্বর্তী সরকারে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করবেন না।

সোমবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষের সমর্থকরা পদত্যাগ না করার আহ্বান জানিয়ে তার সরকারি বাসভবন টেম্পল ট্রিসের সামনে বিক্ষোভ করে।

তারা পাশের মন্দিরের গাছের কাছে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে আহত অন্তত ১৬ জন আহোট হয়েছে। আহতদের কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ দুপুরে মাহিন্দা রাজাপাক্ষে সাধারণ জনগণকে সংযম রক্ষারকরার আহ্বান জানিয়ে একটি টুইট করেন। এ টুইটের পরেই তিনি পদত্যাগ করেন।

এপ্রিল থেকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট শুরু হয়েছিল। বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা নিজেকে ‘অর্থনৈতিক ভাবে দেউলিয়া’ ঘোষণা করে। তারপর থেকেই প্রধানমন্ত্রী রাজাপাকসার ইস্তফার দাবি জোরদার হয়েছিল ভারতের দক্ষিণের এই দ্বীপ রাষ্ট্রে।

খালেদ / পোস্টকার্ড ;