লতিফপুর কেন্দ্রীয় মদনী জামে মসজিদের পুনঃনির্মাণের কাজ এগিয়ে চলছে, সহযোগিতার আহবান 

লতিফপুর কেন্দ্রীয় মদনী জামে মসজিদের পুনঃনির্মাণের কাজ এগিয়ে চলছে, সহযোগিতার আহবান 
লতিফপুর কেন্দ্রীয় মদনী জামে মসজিদের পুনঃনির্মাণের কাজ এগিয়ে চলছে, সহযোগিতার আহবান 

পোস্টকার্ড নিউজ ।।

লতিফপুর কেন্দ্রীয় মদনী জামে মসজিদ। প্রায় ১০০ বছর পূর্ব থেকে লতিফপুর এলাকার পার্শ্ববর্তী বেশ কিছু গ্রামের মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করে যাচ্ছেন। সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর এলাকায় অবস্থিত এই মসজিদে এলাকার মুসল্লিরা এই একটিমাত্র মসজিদে একত্রিতভাবে নামাজ আদায় করেন। গ্রামের ৫০০ ও অধিক পরিবাবের লোক এই মসজিদ এ নামাজ আদায় করে থাকেন। এই মসজিদে প্রতি শুক্রবারের জুম্মা ও রমজানের তারাবির জামাতে বিপুল সংখ্যক মুসল্লি জামাতে শরিক হন।      

মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমানে (২০২১ সাল) মসজিদটির সম্প্রসারণ ও পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে। যাতে ৪ তোলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে এবং মসজিদটির সম্প্রসারণ করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অনুদানে প্রায় এক তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন । 

তিনি বলেন , মুসলিম উম্মাহর কাছে অত্যান্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ স্থান মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কার এবং এতে দান-সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই তো পৃথিবীজুড়ে হাজারো লাখো দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের স্বতঃস্ফূর্ত দানকৃত অর্থ-সম্পদে। আল্লাহ এর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন। মসজিদ নির্মাণ করাকে হাদিসে সদকায়ে জারিয়া, অর্থাৎ চলমান সদকা হিসেবে অভিহিত করা হয়েছে। মসজিদ নির্মাণের জন্য দান করলে, যতদিন এই মসজিদে মানুষ ইবাদত বন্দিগী করবে ততদিন এর সওয়াব (কবরে বসেও) বান্দা পেতে থাকবেন। মসজিদ নির্মাণের পাশাপাশি মসজিদে ফ্যান দেওয়া, লাইট ব্যবস্থা করা কিংবা মসজিদের এসি ইত্যাদি ব্যবস্থা করে দিলেও এ সওয়াব পেতে থাকবে দানকারী।

তিনি আরো বলেন, এতে বোঝে আসে খাঁটি নিয়তে কেবল আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে গেলে কবরে বসে বসে এসব আমলের সওয়াব পেতে থাকবে বান্দা। তাই সাধ্যমতো বেশি থেকে বেশি মসজিদ নির্মাণ ও সংস্কারে জান-মাল দিয়ে সহায়তা করা চাই। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

এবিষয়ে লতিফপুর কেন্দ্রীয় মদনী জামে মসজিদের সাধারণ সম্পাদক তার ভেরিফাইড ফেসবুকে জানান, 

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 
লতিফপুর কেন্দ্রীয় মদনী জামে মসজিদের জানলার গ্রীলের কাজ চলিতেছে। যে প্রতিষ্ঠান এ গ্রীল দিচ্ছে এবং যার উছিলায় দিচ্ছেন তারা দুইজনকে আল্লাহ তালা কবুল করুক আমিন। যারা এর মধ্যে অনুদান দিয়েছেন তারা সৌভাগ্য বান আর যারা এখনো দেন নাই তাঁদের জন্য এখনো সুযোগ রযেছে। আমাদের মসজিদের কিছু ছবি পোস্ট করলাম। উন্নয়ন কাজ চলিতেছে। আল্লাহর তায়ালা কোরযান শরিফে বলেছেন যে ব্যক্তি মসজিদের একটি কক্ষ নির্মাণ করে দিবেন তার জন্য জান্নাতের একটি কক্ষ আল্লাহ তায়ালা নির্মাণ করে রাখবেন। সুতরাং এখনো অনেক কাজ বাকী আছে। সকল বন্ধু বান্ধব, আত্মীয় সহজ, পাড়া প্রতিবেশী, এবং মসজিদ সংলগ্ন সকল ইন্ডাস্ট্রির মালিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বাকী কাজ সম্পুর্ন করতে অনেক টাকার প্রযোজনা। যে যার অবস্থান থেকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল। 

নিবেদকঃ মসজিদ পরিচালনা কমিটি।
যরা একাউন্টে দিতে চান তাদের জন্য 
মদনী জামে মসজিদ 
অগ্রণী ব্যাংক ফৌজদারহাট শাখা 
A no ০২০০০০৫৪০২৩১০

খালেদ / পোস্টকার্ড ;