রোহিঙ্গাদের ভাসানচরে নয় পাঠানো হবে মিয়ানমারে:দুর্যোগ প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের ভাসানচরে নয় পাঠানো হবে মিয়ানমারে:দুর্যোগ প্রতিমন্ত্রী
ভাসানচরে স্থাপিত অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প

পোস্টকার্ড ডেস্ক।।

নোয়াখালীর ভাসানচরে ১ লাখ রোহিঙ্গাকে পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছিল সরকার, তা আপাতত স্থগিত করা হয়েছে। এই পরিকল্পনাটি আগে গৃহিত হলেও তা বাস্তবায়ন করতে গিয়ে বেশ কয়েক দফা হোচট খেল সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, “আপাতত আমরা মায়ানমার থেকে বাংলাদেশে পুশ-ইন করা রোহিঙ্গাদের নিজদেশে পাঠানোর উপর জোর দিচ্ছি। ভাসানচরে নয়”

দুর্যোগ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান আরও জানান, ‘১১ লাখেরও বেশি রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারে গাদাগাদি করে বসবাস করছে। তাদের কথা ভেবে সাময়িকভাবে আমরা ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা করেছিলাম। কিন্তু এ ব্যাপারে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না”।

এ বিষয়ে কুতুপালং রোহিঙ্গা শিবিরের নেতা মোহাম্মাদ শফিক জানান, ‘বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা ভাসানচরে নয় আরাকানে ফেরত যেতে চাই’