অর্থসহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সার্ভেয়ার আটকের ঘটনায় ৩০ ভূমি কর্মকর্তা বদলি

অর্থসহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সার্ভেয়ার আটকের ঘটনায় ৩০ ভূমি কর্মকর্তা বদলি
অর্থসহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সার্ভেয়ার আটকের ঘটনায় ৩০ ভূমি কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক।।

বিপুল পরিমাণ অর্থসহ সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার একজন সার্ভেয়ারকে আইন শৃঙ্খলা বাহিনী আটকের ঘটনায় ৩০ ভূমি কর্মকর্তাকে বদলি করেছে ভূমি মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারজন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সাতজন কানুনগো ও ১৯ জন সার্ভেয়ারকে বদলি করে পৃথক আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, এসব কর্মকর্তা আগামী ৫ মার্চ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

এ ছাড়া পরবর্তী ১৫ কার্য দিবসের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে সার্বিক দায়-দায়িত্ব নিরূপণ করে প্রতিবেদন দাখিলের জন্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।