যুক্তরাষ্ট্র এক নতুন মৃত্যু উপত্যকা , একদিনে ১২২৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্র এক নতুন মৃত্যু উপত্যকা , একদিনে ১২২৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক।।

প্রাণঘাতী করোনাভাইরাসের বিপন্ন পৃথিবীতে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। দেশের পর দেশ পরিণত হচ্ছে মৃত্যুপুরীতে। চীনের পর ইতালি, স্পেন হয়ে যুক্তরাষ্ট্র এখন সর্বাধিক আক্রান্তের দেশ। ঘণ্টায় ঘণ্টায় এখানে করোনায় জীবনপাত হচ্ছে মানুষের।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। ঝরে গেছে ১২২৪টি প্রাণ। এই মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে এ যাবৎকালের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো।

এর আগে গত শুক্রবার ১ হাজার ৯৪ জনের মৃত্যুর রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্র। আজকের মৃত্যুর মধ্য দিয়ে নিজেদের সেই রেকর্ড অতিক্রম করল দেশটি।

জন হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, দেশটিতে ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন এ পর্যন্ত ৮ হাজার ৪৯৬ জন।