মহাসড়কের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে : মামুন

মহাসড়কের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে : মামুন
মহাসড়কের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে : মামুন

পোস্টকার্ড ডেস্ক ।।

যানজট সমস্যা আমাদের দেশে নতুন কোনো সমস্যা নয়। এটি এখন আমাদের দেশে যত সমস্যা রয়েছে তার চেয়ে অনেক ভয়ঙ্কর একটি সমস্যা। এ যানজট সমস্যা এখন আমাদের দেশে একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যানজট সমস্যা আমাদের জাতীয় অর্থনীতির জন্যও একটি মারাত্মক সমস্যা। রাষ্ট্রের এমন কোনো খাত নেই যেখানে যানজটের কারণে ক্ষতি হয়নি। এ সমস্যা নিরসন করার জন্য বহু বছর ধরে পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হয়ে থাকলেও কোনো রকম সুরাহা হচ্ছে না। যানজট নিরসনকল্পে দেশেও সাধারণ মানুষ মিছিল-মিটিং-আন্দোলন করছে কিন্তু কিছুই হয়নি। সাধারণ মানুষের সঙ্গে সরকারও যানজট নিরসনের জন্য চেষ্টা চালিয়েছে কিন্তু যানজট নিরসন করতে পারেনি। আর সীতাকুণ্ডে মহাসড়কের সীতাকুণ্ডে এই যানজট প্রকট আকার ধারণ করেছে ।

চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চার লেইনে উন্নীত করা হয়েছে এবং ৬ লেইনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে প্রতিদিন ২/৩ ঘন্টা কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে। মহাসড়কে শৃংঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিরসনে যা যা করা দরকার সব করা হবে।

তিনি বলেন, মানুষ যাতে নিরাপদে বাড়ী ফিরতে পাড়ে। আমদানি রপ্তানি পণ্য যাতে সহজে গন্তব্যে পৌঁছাতে পারে সে লক্ষ্য কাজ করব।

মঙ্গলবার (২ জানুয়ারি) ৮নং সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বিশাল জনসভায় স্থানীয় বারআউলিয়া হাই স্কুলে মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান মনির আহম্মদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত মন্তব্য করেন।

এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব নুরুল আলম চৌধুরী, আলহাজ্ব মোঃ ইদ্রিস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ. ম ম দিলসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়র আবদুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর মুহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইফতেখারুল আলম চৌধুরী সবুজ, মাস্টার জাকির হোসেন, মোঃ সাহাবউদ্দিন, মোঃ ইসমাইল, শিপ ব্রেকার্স মোঃ সেলিম উদ্দিন মানিক, আলাউদ্দিন চৌধুরী, শাহরিয়ার রাশেদ, ইউপি সদস্য এয়াকুব আলী, মাহবুবুল আলম, অহিদুল আলম, বাবুল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন প্রমুখ।

খালেদ / পোস্টকার্ড ;