মাদক ব্যবসা ছাড়ল মীরসরাইয়ের ৮৬ ত্রিপুরা পরিবার

মাদক ব্যবসা ছাড়ল মীরসরাইয়ের ৮৬ ত্রিপুরা পরিবার
মাদক ব্যবসা ছাড়ল মীরসরাইয়ে ৮৬ ত্রিপুরা পরিবার

মীরসরাই প্রতিনিধি।। 

মীরসরাইয়ের মাদক বিক্রি ও উৎপাদনের সাথে জড়িত তালবাড়িয়া ত্রিপুরা পাড়ার ৮৬ পরিবার স্বাভাবিক সুন্দর জীবনে ফিরে আসলেন।

সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. এমরান উদ্দিন ও মীরসরাই থানার ওসি মুজিবুর রহমানের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় মীরসরাই তালবাড়িয়া রেল স্টেশন এলাকায় আনুষ্ঠানিকভাবে বরণ এবং তাদের কৃষি জমি, বিভিন্ন জাতের ফলদ চারা ও বীচ বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে ১০টি লেবুর চারা, ৪৩ গ্রাম শিমের বিচি, ১০ গ্রাম লাউ বিচি, ১০ গ্রাম বরবটি বিচি, ২৫০ গ্রাম লালশাক বিচি, ৫০ গ্রাম বেগুনের বিচি ও একটি কীটনাশক স্প্রে ড্রাম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, চেয়ারম্যান মোহাম্মদ এমরান উদ্দিন, মীরসরাই থানার পুলিশ পরিদর্শক অপারেশন দীনেশ চন্দ্র গুপ্ত, এএসআই মহিউদ্দিন মাসুম, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের প্রভাষক সালাউদ্দিন লাভলু প্রমুখ।