মোদি ভ্রূক্ষেপহীন , ভারতজুড়ে বিক্ষোভে নিহতের সংখ্যা ২৫

মোদি ভ্রূক্ষেপহীন , ভারতজুড়ে বিক্ষোভে নিহতের সংখ্যা ২৫
মোদি ভ্রূক্ষেপহীন , ভারতজুড়ে বিক্ষোভে নিহতের সংখ্যা ২৫

পোস্টকার্ড ( আন্তর্জাতিক) ডেস্ক ।।

ভারতজুড়ে দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভে এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। তবুও আইন নিয়ে ক্ষমতাসীন দল বিজেপির তরফ থেকে কোনো সংশোধনীর চিন্তাভাবনার আভাস পাওয়া যাচ্ছে না।

বিবিসি বাংলার খবরে জানানো হয়েছে, উল্টো মোদি এতে বিরোধীদের দায়ী করে বক্তব্য দিয়েছেন। দিল্লিতে রোববার এক জনসভায় ভাষণে তিনি বরঞ্চ বলেছেন, যে সংসদ এবং যে এমপিরা এই আইন পাশ করেছে তাদের সিদ্ধান্তকে সম্মান করতে। মোদি বলেন, ‌‌‘আমাদের উচিৎ সংসদ এবং এমপিদের সম্মান করা।’

ভারতজুড়ে বিক্ষোভ দমন করতে সেদেশের বিভিন্ন রাজ্য ও শহরে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যে আটক করা হয়েছে কয়েক হাজার মানুষকে। ভারতের অন্তত ৬টি রাজ্য নতুন নাগরিকত্ব আইন বাস্তবায়ন হতে না দেওয়ার ঘোষণা দিয়েছে