‘মাতৃদুগ্ধ দান কর্নার’ স্থাপন জেলা লিগ্যাল এইড অফিসে

‘মাতৃদুগ্ধ দান কর্নার’ স্থাপন জেলা লিগ্যাল এইড অফিসে
‘মাতৃদুগ্ধ দান কর্নার’ স্থাপন জেলা লিগ্যাল এইড অফিসে

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসে জাতীয় শুদ্ধাচারের অংশ হিসেবে ‘মাতৃদুগ্ধ দান কর্নার’ স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে কর্নারটির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মুন্সি মোহাম্মদ আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা জজ গোলাম আকবর, অর্থঋণ আদালতের বিচারক সুরাইয়া সাহাব এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ফারহানা ইয়াসমিন। উচ্চ আদালতের নির্দেশনা ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রেরিত পত্রের প্রেক্ষিতে এ কর্নার উদ্বোধন করা হয়।

এসময় জেলা জজ বলেন, ‘মাতৃদুগ্ধ দান কর্নার স্থাপনের ফলে বিচারপ্রত্যাশী মায়েরা উপকৃত হবেন। জেলার বিভিন্ন এলাকা থেকে আদালতে আগত মায়েরা বিশেষ এই কক্ষে নিরাপদে তাদের শিশুদের দুধ পান করাতে পারবেন।’ জেলা লিগ্যাল এইড অফিসের অফিস সহকারী মোহাম্মদ এরশাদুল ইসলাম বলেন, ‘এটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আদালত সংশ্লিষ্টরা। চীফ জুডিসিয়াল আদালত ভবনের ৬ষ্ঠ তলায় জেলা লিগ্যাল এইড অফিসের বিশেষ একটি কক্ষে মাতৃদুগ্ধ দান কর্নার স্থাপন করা হয়েছে।’

জানা গেছে, একসময় বিচারপ্রত্যাশী মায়েদের অনেকেই শিশু সন্তানদের বাড়িতে ঝুঁকির মধ্যে রেখে আদালতে হাজির হতেন। আবার অনেকে সন্তানকে সঙ্গে এনেও নিরাপদে দুধ পান করাতে পারতেন না। ফলে শিশু সন্তানের জন্য দুশ্চিন্তায় থাকতেন মা। তাই আদালতে আগত মা ও শিশুর অধিকার সংরক্ষণে মাতৃদুগ্ধ দান কর্নার স্থাপন করা হয়েছে।
জেলা লিগ্যাল এইড অফিসার ফারহানা ইয়াসমিন বলেন, ‘অত্যন্ত স্বল্প সময়ে ও স্বল্প খরচে এই মাতৃদুগ্ধ দান কর্নার স্থাপনের মাধ্যমে এটি স্পষ্ট যে, সদিচছা থাকলে দ্রুততম সময়েই উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃদুগ্ধ কর্নার স্থাপন করা সম্ভব।’

মাতৃদুগ্ধ দান কর্নারটি স্থাপনে পৃষ্ঠপোষকতা করেন চট্টগ্রাম জেলা পুলিশ ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার।

এদিন লিগ্যাল এইড অফিসে আগত উপকারভোগী মায়েরা জানান, ‘মাতৃদুগ্ধ দান কর্নার ব্যবহার করতে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না। প্রয়োজন মতো ব্যবহার করা যায়। বিশেষ এই কক্ষটি সত্যিই চমৎকার। এখানে নির্বিঘ্নে ও নিঃসংকোচে শিশুকে বুকের দুধ পান করানো যায়। ফলে শিশু সন্তানকে বাড়িতে রেখে আদালতে আসতে হবে না।’

এ বিষয়ে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ফারহানা ইয়াসমিন জানান, ‘অনেকদিন ধরেই তিনি লিগ্যাল এইড অফিসে আগত অসহায় বিচারপ্রার্থী মহিলাদের এই সমস্যাটি দেখা যাচ্ছিল। পরবর্তীকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জাতীয় শুদ্ধাচার বিষয়ক একটি পত্রের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় বিষয়টি উপস্থাপনের প্রেক্ষিতে মাননীয় জেলা জজ মহোদয়ের নির্দেশে তিনি এই কর্নার স্থাপনের উদ্যোগ নেন। প্রতিদিন আদালতে আগত অসংখ্য বিচারপ্রার্থী নারী ও শিশু এই কর্নারের উপকার ভোগ করতে পারবেন।’