মোছলেম উদ্দিন আহমদ আর নেই

মোছলেম উদ্দিন আহমদ আর নেই
মোছলেম উদ্দিন আহমদ আর নেই

পোস্টকার্ড ডেস্ক ।।

সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুর খবর জানানো হয়। এতে বলা হয়, তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোছলেম উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। এ কারণে তিনি গত প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মোছলেম উদ্দিন ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজের ভিপি নির্বাচিত হন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৭০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

২০০৫ সাল থেকে ২০১৩ পর্যন্ত তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৩ সাল থেকে পালন করছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব। মোছলেম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এক নিবেদিতপ্রাণ নেতাকে হারাল। 

প্রধানমন্ত্রী মোছলেম উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের প্রথম জানাজার নামাজ সোমবার সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

জানাজার নামাজ শেষে মরদেহ হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর বোয়ালখালীর ঘুমদন্ডী পাইলট স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

খালেদ / পোস্টকার্ড ;