সীতাকুণ্ডে ফোর আইচ গ্রুপের অবৈধভাবে মিল্ক পাউডার প্যাকেজিং, ৫০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ডে ফোর আইচ গ্রুপের অবৈধভাবে মিল্ক পাউডার প্যাকেজিং, ৫০ হাজার টাকা জরিমানা
সীতাকুণ্ডে ফোর আইচ গ্রুপের অবৈধভাবে মিল্ক পাউডার প্যাকেজিং, ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিবেদক ।।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এর লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ছাড়পত্র ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে নেক্স (NEX) নামীয় মানহীন গুড়া দুধ প্যাকেজিং ও বাজারজাতকরণ করে আসছে ফোর আইচ গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘ দিন ধরে।

জানা যায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের খাদেম পাড়ায় ০.১৪০ একর জমিতে উত্তর ছলিমপুর জাফরাবাদ এলাকার মোঃ সোলায়মান গড়ে তোলে মিল্ক পাউডার প্যাকেজিং কারখানা। এরপর থেকে নোংরা মেঝেতেই দুগ্ধজাত পণ্য মিল্ক পাউডার প্যাকেজিং করছিল প্রতিষ্টানটি। একইসাথে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকলেও পণ্যের গায়ে বিএসটিআইয়ের লগো ব্যবহার করে আসছে ফোর আইচ গ্রুপ। এসব অভিযোগ পেয়ে ২৬ জুন শনিবার বিকাল চারটায় ওই কারখানায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বিএসটিআই। অভিযানে যৌথভাবে বিএসটিআইয়ের ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণের দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নেয়।

বিএসটিআই সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত পণ্য প্যাকেজিং ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা স্বত্বেও লগো ব্যবহার করে পণ্য বাজারজাতকরণ করে আসছে ফোর আইচ গ্রুপ। প্রতিষ্ঠানটি গত ২ এপ্রিল ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ থেকে ব্যবসার অনাপত্তিপত্র নিলেও সেই অনাপত্তিপত্রে উল্লেখিত শর্তাবলীও ভঙ্গ করেছে। খোলা মেঝেতে বালতি করে পাউডার গুড়া দুধ প্যাকেট করা হচ্ছিল সেখানে। যা সম্পূর্ণ বেআইনি। অভিযানে নেক্স দুধের বাজারজাত করণ প্রতিষ্ঠান ফোর আইচ গ্রুপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে প্রতিষ্টানটির ব্যবস্থাপক সুলাইমান এর কাছ থেকে শর্তাবলী মানার মুচলেকা নেওয়া হয়েছে।