বাংলাদেশে শীপ ব্রেকিং এণ্ড রিসাইক্লিং শিল্পের উজ্জল ভবিষ্যত উঁকি দিচ্ছে : কেইজি টমোডা

বাংলাদেশে শীপ ব্রেকিং এণ্ড রিসাইক্লিং শিল্পের উজ্জল ভবিষ্যত উঁকি দিচ্ছে : কেইজি টমোডা
বাংলাদেশে শীপ ব্রেকিং এণ্ড রিসাইক্লিং শিল্পের উজ্জল ভবিষ্যত উঁকি দিচ্ছে : কেইজি টমোডা

পোস্টকার্ড ডেস্ক ।। 

বাংলাদেশের শীপ ব্রেকিং এণ্ড রিসাইক্লিং শিল্পের উজ্জ্বল ভবিষ্যত উঁকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাপানিজ শীপ ওনার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কেইজি টমোডা। 

আজ সোমবার (২২ মে) দুপুরে সীতাকুণ্ডের কেআর শীপ রিসাইক্লিং ইয়ার্ডে পোস্টকার্ড পত্রিকায় দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশে শীপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্পের উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাচ্ছেন তিনি। কেননা বাংলাদেশের ব্যবসায়ীরা অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং ব্যবসা বান্ধব। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা ব্যবসা চালিয়ে নিতে আগ্রহী৷ একইসাথে পরিবেশ বিষয়ে তারা এখন অনেক বেশি সচেতন।

কেইজি টমোডা আরও বলেন, ভারতে একশোর অধিক শীপ ইয়ার্ড গ্রীণ হয়েছে। বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে। কিন্তুু আমার মনে হচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশ এ সেক্টরে এগিয়ে যাবে। ইতিমধ্যে ইয়ার্ডগুলো গ্রীণ হতে শুরু করেছে। পিএইচপি, এস এন কর্পোরেশন, কবির শীপ ব্রেকিং গ্রীণ ইয়ার্ড হয়েছে। কেআর শীপ রিসাইক্লিং ইয়ার্ড গ্রীণ ইয়ার্ড হওয়ার পথে। শীঘ্রই তারা সনদ পেতে যাচ্ছেন। বাংলাদেশের শীপ ইয়ার্ডগুলো গ্রীণ হলে জাহাজ বিক্রিতে আমরা বাংলাদেশকে বেচে নিব। কারণ আমরা বাংলাদেশকে খুব বেশি ভালোবাসি এবং পছন্দ করি। জাহাজ পাঠানোর জন্য আমরা বাংলাদেশকে বেটার অপশন হিসেবে নিতে চায়। এজন্য বাংলাদেশ সরকারকে এগিয়ে আসতে হবে। ২০২৫ সালের মধ্যে গ্রীণ শীপ ইয়ার্ডের সংখ্যা অনেক বাড়াতে হবে। এটি অতিব জরুরী। আমরা চায় না আমাদের পাঠানো জাহাজ বাংলাদেশের পরিবেশ ও মানবজীবনে কোন নেতিবাচক প্রভাব ফেলুক। আমরা এসব ব্যাপারে অত্যন্ত সচেতন। 

কেইজি টমোডা আরও বলেন, আজকে আমরা কেআর শীপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেছি। এটি এবারের মতো আমাদের শেষ পরিদর্শন। এর আগে আমি ২০১৯ সালে বাংলাদেশের শীপ রিসাইক্লিং শিল্প পরিদর্শন করেছি। সেই সময় থেকে বর্তমান বিবেচনা করে দেখলাম। পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আগের চেয়ে বেশি পরিবর্তন এসেছে ইয়ার্ডগুলো পরিবেশে। তাই বলতে পারছি এ শিল্পে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত উঁকি দিচ্ছে। আমরাও বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং খুবই আশাবাদী বলে জানান তিনি।

মনির / খালেদ / পোস্টকার্ড ;