‘বিজিবি দিবস-২০১৯’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

‘বিজিবি দিবস-২০১৯’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ‘বিজিবি দিবস-২০১৯’ অনুষ্ঠানে

পোস্টকার্ড ডেস্ক ।।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি দিবসের কুচকাওয়াজে যোগ দিতে রাজধানীর জিগাতলায় বিজিবি সদর দফতর পিলখানায় উপস্থিত হয়েছেন ।

আজ ১৮ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশের ‘বিজিবি দিবস-২০১৯’ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী সকাল ১০টায় পিলখানা সদর দফতরে আসেন।

বুধবার সকাল ১০টায় পিলখানায় বিজিবি সদর দফতরের বীর-উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান করবেন। এ ছাড়া মোটর শোভাযাত্রা এবং ‘স্বাধীনতা ও উন্নয়নের অগ্রযাত্রায় বিজিবি’র ওপর সম্মিলিত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টা ২০ মিনিটে বীর-উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের বিশেষ দরবার গ্রহণ করবেন।

বিজিবি দিবসের কুচকাওয়াজ ও পদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত থাকবেন।