বিএম ডিপো লাগা আগুন নিয়ন্ত্রণে

বিএম ডিপো লাগা আগুন নিয়ন্ত্রণে
বিএম ডিপো লাগা আগুন নিয়ন্ত্রণে

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ডের বি এম কন্টেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ।  প্রায়  ৪০ মিনিটের চেষ্টায় কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটায় বিএম কন্টেইনার ডিপোর ভেতরে একটি তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

পরে খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া সময়ের আলোকে বলেন, দুপুর সোয়া তিনটায় বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।

প্রসঙ্গত, চলতি বছর গত ৪ জুন মধ্যরাতে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর একপর্যায়ে কন্টেইনারে থাকা রাসায়নিক বিস্ফোরিত হয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। সেসময় আগুনে ৯ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৪৯ জন মারা যান। পুরো বিশ্বে আলোচিত হয় সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর বিস্ফোরণের ঘটনা। এ  ঘটনায় দগ্ধ ও আহত হয়েছিলেন অন্তত দুই শতাধিক মানুষ।

খালেদ / পোস্টকার্ড ;