পুলিশ পরিচয়ে আনোয়ারা থেকে ২ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই

পুলিশ পরিচয়ে আনোয়ারা থেকে ২ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই

কয়েকজন প্রতারক আনোয়ারায় পুলিশের পরিচয় দিয়ে এক বৃদ্ধের কাছ থেকে ২ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে উধাও হয়ে গেছে । ভুক্তভোগী ওই বৃদ্ধের নাম আবদুল ওদুদ (৬৫)। তিনি উপজেলার ছিরাবটতলী ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৫টায় আনোয়ারার চাতরী চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আবদুল ওয়াদুদ পরিবারের সদস্যদের নিয়ে জায়গা জমি সংক্রান্ত কাজ শেষে আনোয়ারা রেজিস্ট্রি অফিস থেকে শহরে যাওয়ার উদ্দেশে চাতরী চৌমহনী বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ অপরিচিত এক ব্যক্তি এসে তাকে ধাক্কা দেয়। এরপর ওই ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে কোথায় যাবেন জিজ্ঞেস করে। পরে ওই ব্যক্তি কৌশলে আবদুল ওদুদসহ তিনজনকে চাতরী চৌমহনী বাজারের উত্তরে নিয়ে গেলে সেখানে আরও পাঁচ-সাতজন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আবদুল ওদুদের কাছ থেকে ২ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টা প্রতারণামূলক কর্মকাণ্ড। আমরা প্রতারকদের চিহ্নিত করতে চেষ্টা করছি।