পারিশ্রমিক অভিনেতাদের মতো সমান হারে দিতে হবে : রাধিকা

পারিশ্রমিক অভিনেতাদের মতো সমান হারে দিতে হবে :  রাধিকা
পারিশ্রমিক অভিনেতাদের মতো সমান হারে দিতে হবে : রাধিকা

পোস্টকার্ড ( বিনোদন ) ডেস্ক ।।

বলিউডের একাধিক অভিনেত্রী যৌন হেনস্থা নিয়ে সরব হয়েছেন । নানা পাটেকরের বিরুদ্ধে মুখ খুলে মি টু-তে জোয়ার আনেন তনুশ্রী দত্ত। নানা পাটেকরের বিরুদ্ধে বাঙালি অভিনেত্রীর অভিযোগের পর বিষয়টি নিয়ে সরব হন গ্লামার জগতের একাধিক মুখ। 

মি টু-তে যুক্ত হয় কখনও অনু মালিকের নাম আবার কখনও ওই তালিকায় উঠে আসে সাজিদ খানের নাম। কিন্তু মি টু নিয়ে যতই আলোচনা হোক না কেন, বর্তমানে ভাটা পড়েছে অভিযোগ পালটা অভিযোগের স্রোতে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন রাধিকা আপতে।

রাধিকা বলেন, মি টু এল আর গেল। মি টু-র ফলে বেশ কয়েকটি সমস্যার সমাধান হল বটে কিন্তু এখনও অনেক বিষয় অমিমাংশিত রয়ে গিয়েছে। মি টু-র মাধ্যমে আরও অনেক কিছুর সমাধান করা যেত বলেও মন্তব্য করেন রাধিকা।

তিনি আরও বলেন, বলিউডে হাতে গোনা মাত্র কয়েকজন অভিনেত্রী অভিনেতাদের মতো সমান হারে পারিশ্রমিক পান। বাকিরা কোনওভাবেই অভিনেতাদের সমকক্ষ হতে পারেননি। বি টাউনের প্রথম সারির অভিনেত্রীরা ছাড়া অন্য কেউই অভিনেতাদের সমান পারিশ্রমিক কখনওই পান না।

এমনকী, কোনও অভিনেতা, অভিনেত্রী যদি বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করেন, সেখানেও পুরুষ অভিনেতাকেই বেশি পারিশ্রমিক দেওয়া হয়। এই অসমাঞ্জস্য নিয়েই দিনের পর দিন বলিউডে কাজ করে যেতে হয়। অভিনেতা, অভিনেত্রীদের ক্ষেত্রে এই ভারসাম্যহীন পারিশ্রমিক দেওয়ার রীতি বন্ধ হোক বলেও দাবি করেন রাধিকা।সুত্র- জিনিউজ