পরিবেশ দুষনের দায়ে সীতাকুণ্ডের তিনটি শিপ ইয়ার্ডকে সাড়ে ১২ লক্ষ টাকা জরিমানা

মোহাম্মদ আলাউদ্দীন ।।

পরিবেশ দুষনের দায়ে সীতাকুণ্ডের তিনটি শিপ ইয়ার্ডকে সাড়ে ১২ লক্ষ টাকা জরিমানা

সীতাকুণ্ডের তিনটি জাহাজ ভাঙ্গা কারখানাকে পরিবেশ দুষনের দায়ে সাড়ে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তিনটি হচ্ছে স্যাম স্টীল শিপ ব্রেকিং ইয়ার্ডকে ১০ লক্ষ টাকা, উপজেলার বার আউলিয়া এলাকার জিরি সুবেদার স্টীল শিপ ব্রেকিং ইয়ার্ডকে দুই লক্ষ টাকা, এম.এম শিপ ব্রেকিং ইয়ার্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে উক্ত তিন প্রতিষ্ঠানকে মোট ১২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়।