পর্বতারোহী রত্না চিরনিন্দ্রায় শায়িত হলেন জন্মভূমি নড়াইলে

পর্বতারোহী রত্না চিরনিন্দ্রায় শায়িত হলেন জন্মভূমি নড়াইলে
পর্বতারোহী রত্না চিরনিন্দ্রায় শায়িত হলেন জন্মভূমি নড়াইলে

নড়াইল প্রতিনিধি ।।  

সড়ক দূর্ঘটনায় নিহত পর্বতারোহী ও সাইক্লিস্ট রেশমা নাহার রত্নার নড়াইলে নিজ জন্মভূমিতে সমাহিত হলেন। রেশমা মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সিকদারের ছোট মেয়ে। ঢাকার ধানমন্ডি এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এ পর্বতারোহী।   

শনিবার (৮ আগস্ট) সকালে জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  

বাংলাদেশ জাতয়ি ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল -০২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার ঢাকা লেক রোডে সাইক্লিং করার সময় সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান স্বপ্নচারী পর্বতারোহী রেশমা নাহার রত্না। 

প্রসঙ্গত ২০১৬ সালে দেশের অন্যতম চুড়া কেওকেরাডং জয়ের মধ্য দিয়ে তার পর্বতারোহনের জয় যাত্রা শুরু হয়। ২০১৯ সালে আগষ্টে ভারত লাদাখের স্টক কানরি, কাং ইয়াস্তে জয় কারেন এ পবর্তারোহী। সম্প্রতি তিনি পৃথিবীর উচ্চতম পর্বত চুড়া মাউন্ট এভারেস্ট জয় করার প্রস্তুতি নিচ্ছিলেন।