পরীক্ষার্থীদের জন্য কোতোয়ালী থানার উদ্যোগ

পরীক্ষার্থীদের জন্য কোতোয়ালী থানার উদ্যোগ

জেডিসি ও জেএসসি পরীক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে টিম কোতোয়ালী থানা পুলিশ। ভুল করে অন্য কেন্দ্রে চলে যাওয়া কিংবা প্রবেশপত্র ফেলে আসা পরীক্ষার্থীদের সহায়তা দিতেই ভ্রাম্যমান এই সহায়তার উদ্যোগ। আর এর নাম দেয়া হয়েছে ‘সাপোর্ট’। যেহেতু এটি পরীক্ষার্থীদের সাপোর্ট দেয়ার কাজ করবে তাই এর নাম রাখা হয়েচে ‘সাপোর্ট’।

কেতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন পূর্বকোণকে বলেন, শুধুমাত্র কোতোয়ালী থানা আওতাভুক্ত নিম্নের ছয় শিক্ষা প্রতিষ্ঠানে এই ‘সাপোর্ট’ থাকবে। চলবে শেষ পরীক্ষা পর্যন্ত।

কোতোয়ালী থানাভুক্ত ছয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহঃ

১. সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়
২. ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
৩. চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়
৪. রেলওয়ে পাবলিক স্কুল
৫. এমইএস উচ্চ বিদ্যালয়, আন্দরকিল্লা
৬. সোবহানিয়া আলীয়া মাদ্রাসা, আছাদগঞ্জ।

এছাড়া কারও পরীক্ষা কেন্দ্র চিনতে অসুবিধা হলেও এই নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন ওসি মোহাম্মদ মহসীন ।

মোবাইলঃ ওসি- ০১৭১৩৩৭৩২৫৬, ডিউটি অফিসার- ০১৭৬৯৬৯৫৬৬৫