পদ্মা সেতুর দৃশ্যমান হলো ২ হাজার ৮৫০ মিটার

পদ্মা সেতুর দৃশ্যমান হলো ২ হাজার ৮৫০ মিটার
পদ্মা সেতুর দৃশ্যমান হলো ২ হাজার ৮৫০ মিটার

পোস্টকার্ড প্রতিবেদক ।।

পদ্মা সেতুর ২ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হয়েছে। ৩-ই নামের ১৯তম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর ২ হাজার ৮ শত ৫০ মিটার অবকাঠামো দৃশ্যমান হল।

আজ বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে লৌহজংয়ের জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে বসানো হয়েছে এই স্প্যান।

এর মধ্যে চীন থেকে সেতু এলাকায় ৩৩টি স্প্যান এসেছে। আর মূল সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৫টির কাজ শেষ। বাকি পিলারগুলোর ওপরের অংশের কাজ চলছে। সেতুর জাজিরা প্রান্তে রোডওয়ে স্ল্যাবের ১০৯টি বসে গেছে।

নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ করতে দিনে অন্তত ৮টি করে রোডওয়ে স্ল্যাব বসাতে হবে।

পদ্মা সেতুর সহকারি প্রকৌশলী হুমায়ন কবীর জানান, আজ সকাল  নয়টার দিকে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে নির্দিষ্ট স্থানে স্প্যানটি আনা হয়। পরবর্তীতে দুপুরে ২১-২২ নম্বরে পিলারের উপর স্থায়ীভাবে স্থাপন করা হয়। এরপর ২১ও ২২ নম্বর পিলারের স্প্যানের একটি অংশের সাথে ঝালাই করা হবে। ১৮ তম স্প্যান বসানোর ৭ দিনের মাথায় বসানো হল ১৯তম স্প্যানটি।

তিনি জানান, ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানোর মধ্যদিয়ে সেতুর মোট ২৮৫০ মিটার দৃশ্যমান হলো।

এ ছাড়া ২৮ অথবা ২৯ ডিসেম্বর ‘৩ এফ’ নম্বরের ২০তম স্প্যানটি মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে বসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই সেতুর ১৪টি স্প্যান দৃশ্যমান হতে যাচ্ছে।