আর নেই আল্লামা নুরুল ইসলাম হাশেমী, মেয়রের শোক

আর নেই আল্লামা নুরুল ইসলাম হাশেমী, মেয়রের শোক
হযরতুলহাজ্ব আল্লামা নুরুল ইসলাম হাশেমী মুদ্দাজিল্লুহুল আলী

পোস্টকার্ড ডেস্ক ।।

ইমামে আহলে সুন্নাত হুজুর কেবলা হযরতুলহাজ্ব আল্লামা নুরুল ইসলাম হাশেমী মুদ্দাজিল্লুহুল আলী (৯৩) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর ৫ টায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আইসিইউতে তাঁর মৃত্যু হয়।

আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বজন শ্রদ্ধেয় ইমাম হিসেবেও উপমহাদেশে অতুলনীয় স্থান গড়ে নেন আল্লামা হাশেমী। বিশিষ্ট এ আলেমে দ্বীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। মেয়র মরহুমের মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, দীর্ঘদিন ডায়বেটিকস ও আ্যজমা রোগে আক্রান্ত আল্লামা নূরুল ইসলাম হাশেমীর রক্তের গ্লূকোজের মাত্রা কমে যায়। সেকারণে শনিবার সকাল ১১টায় নগরীর ও আর নিজাম রোডে অবস্থিত মেট্টোপলিটন হাসপাতালে তাকে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তার হার্টের কয়েকটি পরীক্ষা করলেও ভর্তি নিতে আপত্তি জানান। পরে আল্লামা হাশেমীর পরিবারকে হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়, করোনামুক্ত সনদ ছাড়া তারা কোন রোগী ভর্তি নেয় না।

আল্লামা নুরুল ইসলাম হাশেমীর পরিবার সূ্ত্রে জানা গেছে, দীর্ঘ দুইঘণ্টা মেট্টোপলিটন হাসপাতালে আকুতি মিনতি করেও তাদের মন গলানো সম্ভব হয়নি। ওই দিন বেলা ১টার পরে আল্লামা নুরুল ইসলাম হাশেমীকে নগরীর পাঁচলাইশ মোড়ে ডেলটা হেলথ কেয়ার হসপিটালে নেওয়া হয়। দীর্ঘসময় হাসপাতালের বাইরে এ্যাম্বুলেন্সে অপেক্ষা করার পর ডিউটি ডাক্তাররা আল্লামা হাশেমীকে আবারো বুকের কিছু এক্সরে করিয়ে যথারীতি ভর্তি করানো সম্ভব নয় বলে জানান। এ সময় আল্লামা হাশেমীর এ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেনের গ্যাস ফুরিয়ে গেলে তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকেন। আল্লামা হাশেমীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনির আযাদ হাসপাতালে দায়িত্বরতদের কাছে অক্সিজেন সহায়তা চেয়েও ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে।

আল্লামা নুরুল ইসলাম হাসেমির ব্যক্তিগত চিকিৎসক ডা. মনির আযাদ বলেছিলেন, ওইদিন তিনটার দিকে হুজুরকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি করা হয়। তিনি মা ও শিশু হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন।