দেশের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি বাড়াতে এ খাতকে ‘বর্ষ পণ্য’ ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি বাড়াতে এ খাতকে ‘বর্ষ পণ্য’ ঘোষণা প্রধানমন্ত্রীর

পোস্টকার্ড ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি বাড়াতে এ খাতকে ‘বর্ষ পণ্য’ ঘোসণা করেছেন । তিনি বলেন, ‘বিশ্ববাজারের চাহিদা বৃদ্ধিতে এই খাতে নতুন বাজার সৃষ্টি করতে হবে।’

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘রপ্তানিনীতি অনুযায়ী পণ্যভিত্তিক রপ্তানিকে উৎসাহিত করার জন্য প্রতিবছর একটি পণ্যকে ‘বর্ষ পণ্য (Product of the year)’ ঘোষণা করা হয়। রপ্তানি বাড়াতে ২০২০ সালের জন্য লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে জাতীয়ভাবে ‘বর্ষ পণ্য’ ঘোষণা করছি।”

এ খাতের পণ্যগুলোর মধ্যে রয়েছে বাইসাইকেল, মোটরসাইকেল, অটোমোবাইল, অটো-পার্টস, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, অ্যাকুমুলেটর ব্যাটারি, সোলার ফটোভলটিক মডিউল ও খেলনা ইত্যাদি।

বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় কর্ম-পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার প্রাঙ্গণের প্রধান গেটে ফিতা কেটে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলার ভেতরে প্রবেশ করেন এবং বঙ্গবন্ধু প্যাভিলিয়নসহ বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন।